বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৪:৫৭ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল নগরীর নথুল্লাবাদ কাঁচা বাজারে মরা মুরগী মাংস বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে এক পোল্টি দোকানের বিরুদ্ধে।
এঘটনায় ৩৫জনের একটি কমিটি গঠন করা হয়। পরে কমিটির সিদ্ধান্ত অনুযায়ী দোকান মালিককে ৫দিনের জন্য দোকান বন্ধ রাখতে বলা হয়েছে।
নথুল্লাবাদ কাঁচা বাজার কমিটির সভাপতি ফোরকান মিয়া ঘটনার সত্যত্যা নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (১১ জুন) রাত নয়টার দিকে নথুল্লাবাদ নিউ স্বরুপ সাপ্লাই এর মবিল – তেল ব্যবসায়ী মালিক ফিরোজ রহমান পরিবারের জন্য ১০টি পোল্টি মুরগীর নেয়ার জন্য নথুল্লাবাদ কাঁচা বাজারের একটি দোকানে যান।
এসময় মুরগীর অর্ডার দিয়ে কাঁচা বাজার ক্রয় করেন ফিরোজ। বাজার শেষে দোকানে গিয়ে মুরগী নিয়ে বাসায় যান । পরে বাসায় মুরগী রেখে মাছ বাজারে চিংরি মাছ কেনার সময় তার বাসা থেকে ফোন দিয়ে বলা হয়, দশটি মুরগীর মধ্যে একটি মুরগী জাবাই ছাড়া।
জবাই ছাড়া মুরগী দেয়ার প্রতিবাদ করলে বাজার কমিটি বিষয়টি সমাধান করে দেন। ফিরোজ রহমান নথুল্লাবাদ পান্নার ভারটিয়া। ফিরোজ রহমান ভয়েস অব বরিশালকে বলেন, করোনা ভাইরাসে লকডাউন থাকায় ঈদে আত্মীয় স্বজন বাসায় কেউ আসতে পারেনি ।
ঢাকা থেকে বোন আসছে ,এজন্য বেশি করে বাজার ক্রয় করার জন্য নথুল্লাবাদ একটি মুরগীর দোকানে গিয়ে দশটি মুরগী ক্রয় করি। তবে মুরগীর দোকানের নাম ও কর্মচারীর নাম পাওয়া যায়নি।
Leave a Reply