সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৩:৫৫ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল নগরীতে ১২০ পিস ইয়াবাসহ দুজনকে আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ।
আটককৃত দুজন হলো, নগরীর গনপাড়া এলাকার সেলিম বেপারীর পুত্র সুমন বেপারী(৩০) ও ঝালকাঠি জেলার নলছিটি থানার রাজাপুর গ্রামের বটতলা এলাকার নাছির হাওলাদারের পুত্র রাকিব হাওলাদার ( ২৮)।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর সোয়া একটার দিকে নগরীর কাশিপুর ইছাকাঠি এলাকার ব্রাক অফিসের সামনে থেকে ওই দুজনকে আটক করা হয়।
জানা গেছে, মঙ্গলবার দুপুরে এয়ারপোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মাইনুল হোসেন’র নেতৃত্বে, এ এস আই মোঃ আব্দুল আওয়াল, পি এস আই এনামুল হক, এ এস আই জব্বার তালুকদার, এ অভিযান পরিচালনা করেন।
এস আই মোঃ মাইনুল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুমন ও রাকিবকে আটক করা হয়। পরে দেহ তল্লাশি করে ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটকের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
Leave a Reply