সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৩:২৩ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল নগরীতে ত্রাণ না পেয়ে ঘরে থাকা মানুষরা রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল করেছেন। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১০টায় নগরীর ২৮ নং ওয়ার্ডের দক্ষিন দিয়াপাড়া থেকে জড়ো হয়ে কাশিপুর বাজার ও ওয়ার্ড কাউন্সিলরের বাস ভবনের সামনে মিছিল শেষ করেন ওই এলাকার নিম্ন আয়ের সাধারণ মানুষ। এসময় কাউন্সিলর বাড়ির সামনে প্রায় ঘণ্টাখানেক বিক্ষোভ করেন তারা। জরুরি খাদ্য সরবরাহের দাবি জানিয়েছেন নিম্ন আয়ের সাধারণ মানুষ।
এয়াপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ বিন আলম ভয়েস অব বরিশালকে বলেন, সাধারণ মানুষের সমস্যা সমাধানে ওয়ার্ড কাউন্সিলর মোঃ জাহাঙ্গির হোসেনের সাথে যোগাযোগ করা হয়েছে। ত্রাণের দাবিতে বেরিয়ে আসা মানুষরা জানান, কাজ না থাকায় একদিকে অর্থের অভাব, অন্যদিকে তারা এখনও কোনও ত্রাণ পাননি।
এ কারণে পরিবার-পরিজন নিয়ে ক্ষুধার্ত অবস্থায় অসহায় জীবন যাপন করছেন। দ্রুত খাদ্য সহায়তা দাবি জানান তারা। ২৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ জাহাঙ্গির হোসেন ভয়েস অব বরিশালকে জানান, বিসিসির পক্ষ থেকে ওয়ার্ডে এখনো কোনো ত্রান আসে নাই। আগামি ২/১ দিনের মধ্যে আসার কথা রয়েছে। ওয়ার্ড থেকে এক হাজার জনের একটি তালিকা দেয়া হয়েছে। যারা ত্রাণ পাননি, তারাই আজ পথে নেমেছেন। তাদের জন্যও খাদ্য সহায়তার ব্যবস্থা করা হবে।
বেশ কিছুদিন যাবত ঘরে খাবার না থাকায় রাস্তায় নামতে বাধ্য হয়েছে ২৮ নং ওয়ার্ডের দক্ষিন দিয়াপাড়া এলাকার গরিব অসহায় দু;স্থ্য কর্মহীন মানুষ। কাজ নেই, খাবার নেই, সরকারি ত্রান দেয়ার কথা থাকলেও এখনো কারো ঘরে কোন প্রকার ত্রাণ পৌছায়নি। বৃহস্পতিবার সকালে দক্ষিন দিয়াপাড়া থেকে কাশিপুর বাজর সড়কে বিক্ষোভ মিছিল করে ৭০/৮০ নিম্ন আয়ের কর্মহীন মানুষ। এসময় আরও উপস্থিত ছিল শিশু ও মহিলারা। তাদের একটাই দাবি বেঁচে থাকার জন্য যতটুকু খাবার প্রয়োজন অন্তত তার ব্যবস্থা করা হউক।
Leave a Reply