রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:৫৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:বরিশাল নগরীতে মোবাইল ফোন অপারেটর কোম্পানি গ্রামীণফোন আয়োজিত একটি অনুষ্ঠান গ্রাহকদের হামলা ভাঙচুরে পণ্ড হয়ে গেছে। এসময় অনুষ্ঠানস্থল থেকে বিভিন্ন সরঞ্জামাদী লুটপাট করেছেন বিক্ষুব্ধ গ্রাহকেরা।রোববার (৭ এপ্রিল) বেলা আড়াইটার দিকে শহরের বরিশাল ক্লাব মিলনায়তনে ঘটনাটি ঘটেছে।খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিবেশ নিয়ন্ত্রণে নেয়।
বিক্ষুব্ধ গ্রাহকেরা জানিয়েছে, গত ২ এপ্রিল গ্রামীণফোন কোম্পানির পক্ষ থেকে একটি এসএমএস পাঠিয়ে স্টার গ্রাহকদের ‘স্টার ফেস্ট’ নামক আয়োজনের বিষয়টি অবহিত করে। এতে রেজিস্ট্রেশন করার পদ্ধতি তুলে ধরে সঙ্গীকে নিয়ে আসতে আমন্ত্রণ জানানো হয়।নিমন্ত্রণ পেয়ে নির্ধারিত দিনে রোববার আয়োজনস্থল বরিশাল ক্লাবে জড়ো হন ২ হাজারের বেশি গ্রাহক। কিন্তু অনুষ্ঠানে অংশগ্রহণের সময় দুপুর ২টা বলা হলেও গ্রাহকদের জন্য খাবারের কোন ব্যবস্থা করা হয়নি। এমনকি চা-নাস্তারও আয়োজন ছিল না।এতে ক্ষুব্ধ হয়ে অভুক্ত গ্রাহকেরা একত্রিত হয়ে হামলা চালিয়ে অনুষ্ঠানস্থলে ব্যাপক ভাঙচুর করেন। এক পর্যায়ে তারা বরিশালে কর্মরত গ্রামীণফোনের কর্মকর্তাদের মারধর করে যন্ত্রসামগ্রী লুটপাট করেন।
পরিস্থিতি বেগতিক দেখে গ্রামীণফোনের কর্মকর্তারা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের সহযোগিতা চায়। পরবর্তীতে বরিশাল কোতয়ালি পুলিশের একটি টিম গিয়ে পরিবেশ-পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। কিন্তু এই ঘটনায় পুলিশ আটক করেনি।একাধিক গ্রাহক জানিয়েছেন, গ্রামীণফোনের মতো একটি মোবাইল টেলিকম কোম্পানি স্টার গ্রাহকদের নিমন্ত্রণ জানিয়ে দুপুরে খাবার দেবে না এটা কারও ধারণা ছিল না। কিন্তু যখন তাদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে তখনই গ্রাহকেরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এক পর্যায়ে কর্মকর্তাদের মারধর করে সার্বিক আযোজন পণ্ড করে দিয়েছেন।এই প্রতারণার অভিযোগে গ্রাহকদের পক্ষ থেকে গ্রামীণফোনের বিরুদ্ধে মামলা দেওয়ার বিষয়টি জানিয়েছেন একাধিক গ্রাহক।বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিবেশ নিয়ন্ত্রণ করে। কিন্তু এই ঘটনায় গ্রামীণফোন বা গ্রাহকদের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। পরবর্তীতে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।তবে এই বিষয়ে জানতে গ্রামীণফোনের ১২১ নম্বরে কল দিলে একজন কর্মকর্তা রিসিভ করে বলেন এখান থেকে সংবাদের বিষয়ে কোন মন্তব্য করার সুযোগ নেই।
Leave a Reply