মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ১২:০২ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ নবাগত জেলার মোঃ নূর মোহাম্মদ মৃধা বরিশাল কেন্দ্রীয় কারাগারে যোগদান করেছেন। শুক্রবার বিকেলে কারাগারের অন্যান্য কর্মকর্তারা নবাগত জেলারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের বটকাজল গ্রামের মতিয়ার রহমান মৃধার পুত্র নূর মোহাম্মদ মৃধা বৃহস্পতিবার এ পদে যোগদান করেছেন।
উল্লেখ্য, নূর মোহাম্মদ মৃধা ২০০৮ সালে ডেপুটি জেলার হিসেবে যশোর কেন্দ্রীয় কারাগারে যোগদান করেন। এরপর তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২, গোপালগঞ্জ জেলা কারাগারের জেলার এবং সর্বশেষ রাজবাড়ী জেলা কারাগারের জেলার হিসেবে সুনামের সাথে কর্মরত ছিলেন। বরিশালেও যেন একনিষ্ঠভাবে কাজ করে যেতে পারেন সেজন্য তিনি সকলের সহযোগিতা এবং দোয়া চেয়েছেন।
Leave a Reply