মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০১:২৫ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক।। বরিশাল জেলা আইনজীবী সমিতি নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ প্যানেল জাল-জালিয়াতির মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০টি পদে বিজয় ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
শুক্রবার রাত ৮টার দিকে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা। তারা নির্বাচন প্রত্যাখ্যানের ঘোষণা দেন।
লিখিত বক্তব্যে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি মহসিন মন্টু বলেন, জেলা আইনজীবী সমিতির নির্বাচন চলাকালে আওয়ামী আইনজীবীরা ভোট কেন্দ্রে প্রবেশ করে সাধারণ ভোটারদের ভয়ভীতি দেখিয়েছে। তারা জোর করে ব্যালট পেপার নেয় এবং অনেককে প্রতীক দেখিয়ে ভোট দিতে বাধ্য করেন। জাল জালিয়াতির একটি ব্যালট হাতেনাতে প্রধান নির্বাচন কমিশনারকে ধরিয়ে দেয়া হলেও কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
তিনি জানান, বিএনপির আইনজীবীদের সুনিশ্চিত বিজয় জোর করে ছিনিয়ে নেয়া হয়েছে। নির্বাচন কমিশন সঠিকভাবে গঠন করা না হলে জাতীয়তাবাদী আইনহীবী ফোরাম আর জেলা আইনজীবী সমিতি নির্বাচনে অংশ নেবে না।
এ সময় বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, জেলা আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা বিএনপির আহ্বায়ক মজিবর রহমান নান্টু, পরাজিত সভাপতি প্রার্থী সাদেকুর রহমান লিঙ্কন, সাধারণ সম্পাদক প্রার্থী আবুল কালাম আজাদ ঈমনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার দিনভর অনুষ্ঠিত জেলা আইনজীবী সমিতির নির্বাচনের ফল ঘোষণা করা হয় শুক্রবার সকাল ১১টায়। এতে সভাপতি ও সম্পাদকসহ ১০টি পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ জয়ী হয়। সহ-সম্পাদকের একটি পদে বিএনপি’র একজন আইনজীবী বিজয়ী হন।
Leave a Reply