সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৫:২৮ পূর্বাহ্ন
বরগুনা প্রতিনিধি॥ বরগুনা সদর উপজেলার ইটবাড়িয়া-কদমতলা সড়কে খানাখন্দ থাকায় বহুদিন ধরে চরম ভোগান্তি পোহাচ্ছে এলাকাবাসী। বিষয়টি বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও সেটি সংস্কারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
এ কারণে বুধবার (১৭ ফেব্রুয়ারি) আয়লাপাতাকাটা ইউনিয়ন ছাত্রলীগের নেতা-কর্মীরা স্বেচ্ছাশ্রমে ওই সড়কে মাটি ও খোয়া দিয়ে খানাখন্দ ভরাটে কাজ করেন।
বরগুনা সদর উপজেলার আয়লাপাতাকাটা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আতিকুজ্জামান বাবু মৃধার নেতৃত্বে সড়কে এ স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামত করা হয়। এসময় ইউনিয়ন ছাত্রলীগের বহু নেতাকর্মী অংশ নেয়।
আতিকুজ্জামান বাবু মৃধা বলেন, ইটবাড়িয়া থেকে কদমতলা পাকা রাস্তাটি চলাচলের অনুপযোগি হয়ে পড়েছে। খানাখন্দের কারণে বেশ কয়েকটি ইজিবাইক ও মোটরসাইকেল দুর্ঘটনার কবলে পড়েছে। এ অবস্থা দেখে আমি ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে ওই সড়কের বিভিন্ন স্থান মেরামত করি। আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছি। যাতে রাস্তাটি ভালোভাবে মেরামত করেন।
Leave a Reply