মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৬:৪২ অপরাহ্ন
বরগুনা প্রতিনিধি॥ বহুল আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার হওয়া আসামি জয়চন্দ্র সরকার ওরফে চন্দনকে জামিন দিয়েছে আদালত। দীর্ঘ এক বছর কারাবাস শেষে আজ বুধবার বরগুনার শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান চন্দনের জামিন মঞ্জুর করেন।
রিফাত হত্যাকাণ্ডের একদিন পর গত বছর ২৭ জুন চন্দনকে তার বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। আলোচিত এই হত্যাকাণ্ডে চন্দনকে গ্রেপ্তারের মধ্য দিয়ে এ মামলার আসামিদের গ্রেপ্তার শুরু হয়।
এ বিষয়ে আসামি পক্ষের একজন আইনজীবী ও বরগুনা জেলা আইজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. মাহবুবুল বারী আসলাম বলেন, রিফাত শরীফ হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির মধ্যে পাঁচ নম্বর আসামি জয়চন্দ্র সরকার চন্দন। এ মামলায় প্রথম গ্রেপ্তার হয় চন্দন। চন্দন ইতোমধ্যেই আদালতে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
তিনি আরো বলেন, চন্দনের পক্ষে আদালতে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট নার্গিস পারভীন সুরমা। গতকাল তিনি চন্দনের জামিনের আবেদন করেন। আজ শুনানির জন্য নির্ধারিত ছিল। কিন্তু আজ আইনজীবী নার্গিস পারভীন সুরমা অসুস্থ হয়ে পড়ায় তার পক্ষে আমি শুনানি করি। এরপর শুনানি শেষে আদালত আজ দুপুর ১২টার দিকে চন্দনকে জামিন দেন।
এ নিয়ে রিফাত শরীফ হত্যা মামলায় অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির মধ্যে ৯ জন আসামি জামিনে রয়েছেন। আর প্রাপ্তবয়স্ক ১০ আসামির মধ্যে শুধুমাত্র নিহত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি জামিনে আছেন।
Leave a Reply