রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:৪০ পূর্বাহ্ন
বরগুনা প্রতিনিধি॥ টেকসই উন্নয়ন ও পরিবেশের সুরক্ষা নিশ্চিত করতে বরগুনায় প্রথমবারের মতো নির্মাণ করা হয়েছে ইউনিব্লকের রাস্তা। ইটের বদলে ইউনিব্লক প্রযুক্তি দিয়ে সদর উপজেলার ঢলুয়া গ্রামের নির্মিত রাস্তা নজর কাড়ছে সবার।
দৃষ্টিনন্দন এ রাস্তার কারণে বদলে গেছে আশপাশের পরিবেশ। এক কিলোমিটার দৈর্ঘের এ রাস্তা নির্মাণে এলজিইডির ব্যয় হয়েছে ৮০ লাখ ৮৮ হাজার ৭১২ টাকা।
জানা গেছে, এলজিইডির নির্দেশনা মেনেই গত অর্থবছরে পাইলট প্রকল্প হিসেবে বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের বরগুনা-বড়ইতলা থেকে ঢলুয়া মাদরাসা পর্যন্ত ইউনিব্লকের এক কিলোমিটার রাস্তা নির্মাণ করা হয়। তিন মিটার প্রস্থ বিশিষ্ট রাস্তার উভয় পাশে ৬ ইঞ্চি করে কংক্রিটের কার্ভস্টোন রাস্তাটিকে আরো টেকসই করেছে।
আরো জানা গেছে, সিমেন্ট, বালু ও পাথর দিয়ে নির্মিত ৫০ সেন্টিমিটার দৈর্ঘ্য, ২৫ সেন্টিমিটার প্রস্থ ও ১৫ সেন্টিমিটার উচ্চতার প্রতিটি ইউনিব্লকের চাপ সক্ষমতা ইটের চেয়ে দ্বিগুণেরও বেশি। লাল রঙের ব্লক ব্যবহার করায় বেড়েছে সৌন্দর্য, যানবাহনও খুব সহজেই রাস্তার পরিমাপ অনুযায়ী চলতে পারছে।
স্থানীয় কলেজ শিক্ষার্থী নুরুল হুদা বলেন, পিচঢালা রাস্তাটা দীর্ঘদিন জরাজীর্ণ হয়েছিল। আমাদের কাঙ্ক্ষিত এ রাস্তা ইউনিব্লক প্রযুক্তিতে নির্মাণ করায় মোটরসাইকেল স্লিপ করার ভয় নেই। আবার দুইপাশে খানিকটা ঢালু থাকায় বৃষ্টির পানিও জমছে না। আমরা খুব খুশি।
এলজিইডির বরগুনা সদর উপজেলা প্রকৌশলী মো. জিয়ারুল ইসলাম বলেন, পরিবেশবান্ধব এই রাস্তার নির্মাণ খরচ একটু বেশি হলেও রক্ষণাবেক্ষণ খরচ অনেক কম এবং রাস্তার স্থায়িত্ব অনেক বেশি। এ রাস্তা যানবাহনের অধিক ভার বহনের উপযোগী। বৃষ্টির পানিতে নিমজ্জিত হলেও থাকবে নিরাপদ।
Leave a Reply