মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১:৩১ পূর্বাহ্ন
বরগুনা প্রতিনিধি॥ ঝাড়-ফুঁকের মাধ্যমে চিকিৎসা দেওয়ার নামে এক কিশোরীকে ধর্ষণের চেষ্টায় মামলা দায়ের করা হয়েছে। কিশোরীর বাবা বাদী হয়ে সোমবার (১জুন) মামলাটি দায়ের করেন । ওই মামলায় আসামী লক্ষী চন্দ্রকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের দেশান্তরকাঠী গ্রামে। লক্ষী চন্দ্র দেশান্তরকাঠী গ্রামের বিবিচিনি ইউনিয়নের নারায়ণচন্দ্র শীলের পুত্র সে। ঝাড়-ফুঁকের কাথা বলে কিশোরীর মাকে এক কক্ষে বসিয়ে রেখে অন্য কক্ষে ধর্ষণের চেষ্টা চালায় লক্ষী চন্দ্র।
এ সময় কিশোরী ও তার মায়ের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে লক্ষীচন্দ্র পালিয়ে যায়। কিশোরী পরিবার জানান,ঘটনার দিন একই গ্রামের ওই কিশোরীকে ঝাড়-ফুঁক দিয়ে চিকিৎসার অজুহাতে বাড়ির পেছনের কক্ষে নিয়ে যান লক্ষীচন্দ্র এতে কিশোরীর মায়ের সন্দেহ হলে তিনি পেছনের কক্ষে গিয়ে দেখেন, তার মেয়েকে মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করছেন লক্ষীচন্দ্র।
এ ঘটনা জানাজানি হলে লক্ষীচন্দ্রের ভাই ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক রবি চন্দ্র শীলের নেতৃত্বে কয়েকজন যুবক ভুক্তভোগীর বাড়িতে গিয়ে এ বিষয়ে কোথাও কোনো অভিযোগ দিলে প্রাননাশের হুমকি দেন।
তবে শেষপর্যন্ত সোমবার থানায় মামলা করেন ভুক্তভোগী কিশোরীর বাবা। বেতাগী থানার ওসি মো. শাখাওয়াত হোসেন তপু জানান, আসামী লক্ষীচন্দ্রকে গ্রেফতার করে বরগুনা জেল হাজতে পাঠানো হয়েছে।
ভিকটিমকে বরগুনা প্রথম শ্রেনীর ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দেওয়ার জন্য পাঠানো হয়েছে।
Leave a Reply