সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০:০৫ অপরাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি : চলতি বছরের ২৭ এপ্রিল বরগুনার বেতাগী থানার আলোচিত গণধর্ষণ মামলার অন্যতম আসামি পলাতক আলমগীর হোসেনকে (৩৫) পটুয়াখালী র্যাব-৮ এর ক্যাম্পের সদস্যরা গ্রেফতার করেছে।
মঙ্গলবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মির্জাগঞ্জ উপজেলার তোফলাখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এর আগে আলমগীর ঢাকায় পলাতক ছিলেন। সোমবার ঢাকা থেকে তিনি বাড়িতে ফিরছিলেন।
মঙ্গলবার দুপুরে পটুয়াখালী র্যাব-৮ এর কোম্পানী কমান্ডার সিনিয়র এএসপি সোয়েব আহম্মেদ খান এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
তিনি জানান, বরগুনার বেতাগি থানায় গণধর্ষণের ঘটনায় জড়িত মো. মানিক ও আলমগীর আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে গাঁ ঢাকা দেয়। পরবর্তীতে তল্লাশি অভিযান চালিয়ে র্যাব-৮ এর সদস্যরা গত ১০ মে ঢাকা থেকে মানিককে গ্রেফতার করে জেলে পাঠায়।
এএসপি সোয়েব আরো বলেন, মানিককে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গলবার গভীর রাতে আলমগীরকে মির্জাগঞ্জ উপজেলার দোফরাখালী থেকে গ্রেফতার করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলমগীর ধর্ষণের কথা স্বীকার করেছেন। ঘটনার পর তিনি ঢাকাসহ বিভিন্ন এলাকায় পলাতক ছিলেন। সোমবার ঢাকা থেকে নিজ বাড়ি বেতাগীর ছোপখালীতে ফিরছিলেন, তখনই তাকে গ্রেফতার করা হয়।
প্রসঙ্গত, গত ২৭ এপ্রিল বরগুনার বেতাগী থানার পুটিয়াখালী স্লুইজ ঘাট এলাকায় একটি গণধর্ষণের ঘটনা ঘটে। পরে ১ মে ভুক্তভোগীর চাচাতো ভাই বাদি হয়ে বেতাগী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
Leave a Reply