রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:৩৫ অপরাহ্ন
বরগুনা সংবাদদাতা॥ বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেছেন, বরগুনা হবে মাদক ও সন্ত্রাসমুক্ত।বুধবার (৩ জুলাই) বরগুনা সরকারি কলেজ মাঠে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।তিনি বলেন, এ জেলায় থাকবে না কোন মাদকসেবী ও সন্ত্রাসী।সভায় প্রধান আলোচক ছিলেন পুলিশ সুপার মো. মারুফ হোসেন। তিনি বলেন, জনগণের অংশগ্রহণ ও সহযোগিতা থাকলে বরগুনাকে মাদকমুক্ত করা সম্ভব।
সভায় বক্তব্য রাখেন, বরগুনা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. জাহাঙ্গীর কবির, সদর উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মনোয়ার, জেলা মহিলা পরিষদের সভাপতি নাজমা বেগম, বরগুনা প্রেসক্লাবের সভাপতি চিত্তরঞ্জন শীল ও বরগুনা জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি মনির হোসেন কামাল, বরগুনা জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক জাফর হোসেন হাওলাদার, বরগুনা পৌরসভার কাউন্সিলর ফারুক সিকদার প্রমুখ।
Leave a Reply