রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১২ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট ॥ আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে মহোৎসব হিসেবে আখ্যায়িত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
ড. ইউনূস বলেন, “এই নির্বাচন মহোৎসবে রূপ নেবে, যদি আমরা প্রস্তাবিত সংস্কারগুলো সময়মতো বাস্তবায়ন করি। স্বৈরাচারের পথ বন্ধ করতে সংস্কার অপরিহার্য। এজন্য সবাইকে একমত হয়ে কাজ করতে হবে, দ্বিমত থাকলে ফলাফল কার্যকর হবে না।”
তিনি আরও বলেন, “যে সমঝোতার পথ শুরু হয়েছে, সেখান থেকে কেউ বেরিয়ে আসতে পারবে না। নতুন বাংলাদেশ গড়তে হলে সমঝোতার মধ্য দিয়েই পরিবর্তন আনতে হবে। মনে কষ্ট হলেও পরে শান্তি নিশ্চিত হবে। এবার না করলে আর সুযোগ আসবে না।”
ড. ইউনূস আরও জানিয়েছেন, নির্বাচন শুধু ভোটের আয়োজন নয়, বরং এটি একটি গণতান্ত্রিক উৎসব হিসেবে উদযাপন করতে হবে। সকল রাজনৈতিক দলকে তিনি সতর্ক করেছেন, স্বার্থপরতা ও বিভেদ ভুলে বৃহত্তর জাতীয় স্বার্থে কাজ করতে হবে।
Leave a Reply