বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৫৯ অপরাহ্ন
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি॥ আন্তজার্তিক মাতৃভাষা ও শহীদ দিবসের শহীদের স্মরণে শহীদ মিনারে ফুল দেওয়ার উদ্দ্যেশ্যে ফুল আনতে গিয়ে মাদকসেবীর হামলার শিকার এস.এস.সি পরীক্ষার্থী। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আন্ধারমানিক ইউনিয়নের আজিমপুর গ্রামে ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ঘটনা ও স্থানীয় সূত্রে জানাগেছে ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় এই গ্রামের মুজাম্মেল হক সিকদারের পুত্র মুলাদী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভোকেশনাল এর ছাত্র এস.এস. সি পরীক্ষার্থী বনি আমিন পার্শ্ববর্তী এক প্রতিবেশীর গাছ থেকে কয়েকটি ফুল ছিড়ে।
এ সময়একই গ্রামের গ্রাম্য ডাক্তার মন্টু দাসের মদ্যপ ছেলে স্বপন দাস নেশা অবস্থায় বনি আমিনকে এলোপাথারী পিটাতে থাকে। বনি আমিনের ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলোও রেহাই পায়নি বনি আমিন। বনি আমিনের পা ভেঙ্গে খ্যান্ত হয় মদ্যপ স্বপন দাস। বনি আমিন হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিয়ে পরীক্ষার জন্য বাড়ি চলে আসে এবং ভাঙ্গা পা নিয়ে পরীক্ষা দিচ্ছে বনি আমিন। এলাকা সূত্রে জানাগেছে স্বপন দাস দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা ও মাদক সেবন করে আসছিল। ক্ষমতাসীন দলের স্থানীয় এক নেতার ছত্র ছায়ায় সে দানব হয়ে উঠে। একের পর এক অঘটন ঘটতে থাকে স্বপন দাস। স্বপন দাসের ভয়ে থানা পুলিশ কিংবা আইন আদালতের আশ্রয় গ্রহন করতে পারেনি বনি আমিনের বাবা। বনি আমিনের হামলা খবর মুলাদী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে পৌছলে ফুসে উঠে কলেজ ক্যাম্পাস। এর বিচারের প্রতিবাদে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচী নিয়েছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানিয়েছে এস.এস.সি পরীক্ষা চলার ফলে কর্মসূচী দিতে বিলম্ব হচ্ছে।
Leave a Reply