শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৯:৫৬ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ কক্সবাজারের টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ মোহাম্মদ আজিজ ও নুর মোহাম্মদ নিহতের ঘটনাকে পরিকল্পিত হত্যা দাবি করে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশসহ ৩১ জনের বিরুদ্ধে আরও দুইটি মামলা হয়েছে।
সোমবার দুপুরে মোহাম্মদ আজিজের মা হালিমা খাতুন ও নুর মোহাম্মদের স্ত্রী লাইলা বেগম বাদী হয়ে টেকনাফের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. হেলাল উদ্দিনের আদালতে পৃথকভাবে এ মামলা করেন।
হালিমা খাতুনের মামলায় ওসি প্রদীপসহ ১৬ জন এবং লাইলা বেগমের মামলায় ওসি প্রদীপসহ ১৫ জনকে অভিযুক্ত করে আসামি করা হয়েছে।
মো. আজিজ হত্যা মামলার বাদি এজাহারে উল্লেখ করেন, ২০১৯ সালের ১৮ অক্টোবর টেকনাফ থানার একদল পুলিশ মো. আজিজ, নুর হাসান ও আবুল খায়ের নামের তিনজনকে ধরে নিয়ে যায়। পরে মো. আজিজের পরিবার থেকে ২০ লাখ টাকা দাবি করে এবং তা না দিলে আজিজকে ক্রসফায়ারে হত্যা করা হবে বলে হুমকি দেয় ওসি প্রদীপসহ অন্যরা। এতে নিরুপায় হয়ে বিভিন্নভাবে ৫০ হাজার টাকা পুলিশকে দেয় আজিজের পরিবার। কিন্তু ১৯ অক্টোবর রাতে টেকনাফের মহেশখালীয়া পাড়া নদীঘাট এলাকায় আজিজকে ক্রসফায়ারে হত্যা করা হয়।
নূর মোহাম্মদের হত্যা মামলার বাদি এজাহারে উল্লেখ করেন, গত বছরের ১৯ মার্চ বীজ ও সার আনতে কৃষি অফিস থেকে কৃষি সরঞ্জাম ব্যবসায়ী নুর মোহাম্মদকে তুলে নিয়ে যায় পুলিশ। পরে তার পরিবারর থেকে ৫০ লাখ টাকা দাবি করেন ওসি প্রদীপসহ অন্যরা। না দিলে তাকে ক্রসফায়ারে মারা হবে হুমকি দেওয়া হয়। তাই বাধ্য হয়ে বিভিন্নভাবে পাঁচ লাখ টাকা যোগাড় করে দেয়া হয়। কিন্তু ২১ মার্চ রাতে স্ত্রী লায়লা বেগম নুর মোহাম্মদকে থানা থেকে বের করে মেরিন ড্রাইভ সড়কের রাজারছড়া এলাকায় নিয়ে যায়। এক পর্যায়ে নুর মোহাম্মদকে কয়েকজন পুলিশ তুলে ঝাউ বাগানে নিয়ে গুলি করে হত্যা করে।
Leave a Reply