শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১০:৩৬ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বগুড়ার ধুনট উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে আব্দুল হাকিম (৪৮) নামে এক সাবেক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তার বিরুদ্ধে পাঁচ বছরের সাজার আদেশসহ পাঁচটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। আব্দুল হাকিম উপজেলার চিকাশি গ্রামের আকবর আলীর ছেলে।
আজ বৃহস্পতিবার দুপুরের দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এরআগে বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শেরপুর উপজেলা সদরের কবরস্থান থেকে আব্দুল হাকিমকে গ্রেপ্তার করা হয়।
থানা সূত্রে জানা গেছে, আব্দুল হাকিমের বিরুদ্ধে ছিনতাই, চুরি, ডাকাতি ও প্রতারণাসহ আদালতে ছয়টি মামলা রয়েছে। এরমধ্যে একটি মামলায় তার বিরুদ্ধে পাঁচ বছরের সাজার আদেশ দেন বিচারক। এ ছাড়া আরো পাঁচটি মামলায় আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। আদালতের এসব আদেশ জানার পর থেকে দীর্ঘদিন ধরে আব্দুল হাকিম পলাতক ছিলেন।
ধুনট থানার উপপরিদর্শক (এসআই) প্রদীপ কুমার বর্মন এ তথ্য নিশ্চিত করে বলেন, আব্দুল হাকিম এলাকার চিহ্নিত দাগি সাজাপ্রাপ্ত আসামি। পুলিশের গ্রেপ্তার এড়াতে তিনি বিভিন্ন স্থানে পালিয়ে ছিলেন। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে তাকে শেরপুর উপজেলা সদরের একটি কাবরস্থান এলাকা থেকে গ্রেপ্তার করে কারাগারে পাঠনো হয়েছে।
Leave a Reply