বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৮:৩৩ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার শাহাবুদ্দিন খান বলেছেন, একবিংশ শতাব্দীর চ্যলেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ সরকার নতুন আঙ্গিকে যুগোপযোগী, দক্ষ ও পেশাদার বাহিনী উপহার দিয়েছেন। আমি বিশ্বাস করি পুলিশ বাহিনী সত্যিকার অর্থে কাঙ্খিত সেবা জনগণের দোড়গোড়ায় পৌঁছে দিতে সক্ষম হবে।
সোমবার ( ২৪ ফেব্রুয়ারী ) শাহাবুদ্দিন খান খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারে সংযুক্ত ১০ এপিবিএন বরিশালে ৫৩ তম (টিআরসি) প্রশিক্ষণার্থীদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
শাহাবুদ্দিন খান বলেন-তোমরা যারা নবীন সদস্য আজকে এই পুলিশ বাহিনীতে যোগদান করেছো, সারা বাংলাদশের মানুষ জানেন, প্রধানমন্ত্রী প্রশংসা করে বলেছেন, বর্তমান আইজিপি মহোদয়ের নেতৃত্বে যে নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে তোমরা এসেছো তা ছিলো অত্যন্ত সৎ, স্বচ্ছ এবং নিরপেক্ষ। তোমরা কারো কোন তদবীর ব্যতিত মেধায়-যোগ্যতায় এখানে এসেছো।
সুতরাং এই নতুন প্রজন্ম স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তিতে নতুন উদ্যম নিয়ে আদর্শ পুলিশের চেতনায় অনিয়ম দুর্নীতি কাটিয়ে উন্নয়নের মহাসড়কে আরও বেগবান হয়ে দ্বারে দ্বারে সেবা পৌঁছে দিবেন, সেই আশাবাদ ব্যক্ত করছি।
লাখো শহীদের ত্যাগের বিনিময়ে যে দেশ আমরা উপহার পেয়েছি; সে দেশের জনগণের সেবা নিশ্চিত করতে তোমরা আজ থেকেই প্রস্তুত হও।
‘মুজিববর্ষ’ হিসেবে বছরটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা স্লোগান নিয়েছি ‘মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ এই স্লোগানকে মনে ধারণ করে সত্যিকার অর্থে জনগণের পুলিশ হয়ে কাজ করতে হবে। আমি প্রশিক্ষণার্থীদের সার্বিক সফলতা কামনা করছি।
Leave a Reply