বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০২:১৭ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক।। খাগড়াছড়ির রামগড় উপজেলায় পুত্রবধূকে কুপ্রস্তাব ও যৌন হয়রানির অভিযোগে আবদুর রাজ্জাক (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার ভুক্তভোগী নারী বাদী হয়ে মামলা করলে মঙ্গলবার (১৮ আগস্ট) রামগড় থানা পুলিশ শ্বশুরকে গ্রেপ্তার করে।
মামলার এজাহারে পুত্রবধূ অভিযোগ করেন, গত মার্চ মাসে আব্দুর রাজ্জাকের বড় ছেলে কাভার্ড ভ্যানের হেলপার মোহাম্মদ ইউসুফের সঙ্গে পারিবারিকভাবে ওই মেয়ের বিয়ে হয়। বিয়ের কয়েক মাস পর তাঁর স্বামী কাজে গেলে শ্বশুর তাঁকে মোবাইল ফোনে বিভিন্ন লোভ দেখিয়ে কুপ্রস্তাব দেন। ঘটনার দিন রাত ১০টার দিকে শ্বশুর ওই গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা করেন। পরে ঘটনাটি পরিবারের সবাইকে জানান তিনি। ঘটনাটি স্থানীয়ভাবে গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মীমাংসা করার চেষ্টা করা হয়। কিন্তু কোনো সুরাহা হয়নি। এ কারণে থানায় অভিযোগ করতে হয়।
১ নম্বর রামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি। উভয় পক্ষ পারিবারিকভাবে সমাজের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিশে বসলেও কোনো মীমাংসায় আসতে পারেনি। পরে ভুক্তভোগীরা আইনের আশ্রয় নেয়।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান জানান, উভয়পক্ষ একে অপরের বিরুদ্ধে অভিযোগ করতে থানায় আসে। পরবর্তী সময়ে পুত্রবধূকে কুপ্রস্তাব দেওয়ার কল রেকর্ডটি সামনে এলে বাদীর অভিযোগ গ্রহণ করা হয়। এরপর শ্বশুরকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply