সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৫:৩৮ অপরাহ্ন
নেছারাবাদ প্রতিনিধি॥ সরকারী নির্দেশ অমান্য করে দোকান খোলা, দোকানে আড্ডা দেওয়া, মোটর সাইকেলে যাত্রী পরিবহন করার অভিযোগে ১১ ব্যাক্তিকে আটক করেন উপজেলা নির্বাহী অফিসার সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু। আটক রাখার পর ব্যাক্তিগত মুসলেকায় তাদের ছেড়ে দেওয়া হয়।
শনিবার সকালে উপজেলার বিভিন্ন স্থান থেকে আটক করে তাদের থানায় আনা হয়। প্রথম বারের অপরাধ বিধায় ভবিষ্যতে আর এ ধরনের অপরাধ করবেনা বলে অঙ্গীকার করায় সকলকে ছেড়ে দেওয়া হয়।
এরপর ইউএনও সেনাবাহিনীর একটি টিম নিয়ে পৌর শহর ইন্দুরহাট মিয়ারহাট পরিদর্শন করেন।
এসময় তিনি জানান, আগামী কাল রোববার(২৯ মার্চ) থেকে বিশেষ ব্যবস্থায় ত্রান বিভাগের পক্ষ থেকে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি ডাল, ১ কেজি তেলের প্যাকেজ বিতরন করা হবে। এছাড়া মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রীর পক্ষ থেকে ১০ মেট্রিক টন চাল দেওয়া হবে যা দলীয় ভাবে বিতরন করা হবে।
Leave a Reply