বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৪:৩৬ পূর্বাহ্ন
পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় রাজা জোমাদ্দার নামে এক শালিসদারের ওপর হামলা মামলায় ২ জনের জামিন মঞ্জুর করেছে বিজ্ঞ আদালত। তারা হলেন, মামলার ৪ নং আসামি রুম্মান (৩০) ও ৫ নং আসামি হারুন জোমাদ্দার (৬৫)।
মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ৮ আগস্ট হারুন জোমাদ্দার গ্রেফতার হন। ৯ আগস্ট তাকে আদালতে সোপর্দ করা হয়। গত ১১ আগস্ট জামিনে মুক্ত হন সে। জেল থেকে বের হয়ে বাসায় অবস্থান করে চিকিৎসা নিচ্ছিলেন তিনি।
মঙ্গলবার (১৮ আগস্ট) সাংবাদিকদের সাথে এ কথা বলেন। এ সময় তিনি মাথায় ১৯টি সেলাই, প্রতিপক্ষের লাঠির আঘাত ফিরাতে গিয়ে হাতের একটি আঙ্গুল ভাঙন, ঘটনাস্থল থেকে উদ্ধার করার সময় রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ড্রেসিং করার ছবিও দেখায়।
এ সময় তিনি বলেন, রাজা জোমাদ্দারকে এলাকায় কে বা কারা দালাল বলে গালাগালি করেন। এতে তিনি সন্দেহ করে আমাদের দোষারোপ করেন।
তিনি আরও বলেন, ঘটনার দিন রাজা জোমাদ্দার বাড়ির সামনে ইটসোলিং রাস্তায় দাঁড়িয়ে আমাদের জবাবদিহি শুরু করেন। এ সময় তর্ক বির্তকে মারামারি শুরু হয়। উভয়পক্ষই জখম হই। ঘটনার পূর্বে রাজা জোমাদ্দারের সাথে আমাদের কোন শত্রুতা বা বিরোধ ছিল না। আমাদের ওপর হামলা চালাতে গিয়ে তিনি নিজেও জখম হন।
এ দিকে মঙ্গলবার (১৭ আগস্ট) খোঁজ নিয়ে জানা যায়, রাজা জোমাদ্দারের অবস্থা এখনও আশঙ্কাজনক। করোনা ভাইরাসের উপদ্রপ বৃদ্ধির কারণে পুরোপুরি সুস্থ হওয়ার আগেই গত ১১ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়।
তার মাথা ফেটে মগজ দেখা যাচ্ছিল। পর্যাপ্ত পরিমাণ সময় চিকিৎসা না হওয়ায় বাড়িতে এসে বেশি অসুস্থবোধ করছেন। ২/১ দিনের মধ্যেই উন্নত চিকিৎসার জন্য তাকে আবার ঢাকায় নেওয়া হবে বলে জানান পরিবারের সদস্যরা।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নুরুজ্জামান জানান, মামলার ৪ নং আসামী আদালতে হাজিরা দিয়ে এবং ৫ নং আসামি চিকিৎসাধীন অবস্থায় গ্রেফতার হয়ে বিজ্ঞ আদালত থেকে জামিন পেয়েছেন। অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
Leave a Reply