মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৫:৪৫ পূর্বাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি॥ পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নে রামনাবাদ নদীতে একটি অবৈধ বালুর ড্রেজার আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছেন ভ্রাম্যমান আদালত। রবিবার বিকেলে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) আব্দুল ক্ইায়ুম খবর পেয়ে বেতাগী সানকিপুর ইউনিয়নের জমির মৃধা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ অবৈধ ড্রেজার দিয়ে বালু ভড়াটের সময় অভিযান চালান। অভিযানের খবর পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলেই ডিজেল দিয়ে বালুর ড্রেজার মেশিন ও ২০০ মিটার পাইপ আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়।
এ ব্যাপারে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল কাইয়ূম সাংবাদিকদের জানান, অবৈধ ভাবে বালু উত্তোলনের কারনে নদী ভাঙন সহ পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে তাই অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply