শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৯ অপরাহ্ন
বরিশাল প্রতিনিধি ॥ নদীভাঙন রোধ, খাল খনন, ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট চালু থেকে শুরু করে খেলাধুলায় বরিশালকে নতুন মাত্রায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন নৌ-পরিবহন, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আশ্বাস দেন।
তিনি বলেন, বরিশালের হিজলা-মেহেন্দিগঞ্জ অঞ্চলের নদীভাঙন রোধে প্রায় ৮১০ কোটি টাকার একটি প্রকল্প চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এটি প্রি-একনেকে উঠেছে এবং অচিরেই অনুমোদন পাবে। প্রকল্প অনুমোদন হলে শীতের মধ্যে কাজ শুরু করা হবে।
বরিশাল নগরের জলাবদ্ধতা নিরসনে খাল খনন ও রক্ষণাবেক্ষণের উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, “বরিশালের জেলখাল পরিষ্কার করা হলেও তা পর্যাপ্ত নয়। জেলা প্রশাসক নিজ উদ্যোগে একটি খাল খনন করেছেন। তবে দীর্ঘমেয়াদে কার্যকর সমাধানের জন্য বিআইডব্লিউটিএর সরঞ্জাম ব্যবহার করে নিয়মিত রক্ষণাবেক্ষণ করতে হবে।”
তিনি আরও জানান, অক্টোবর মাসে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট চালু হলে নগরবাসী নদীর পানি পরিশোধন করে বিশুদ্ধ পানি পাবেন।
মতবিনিময় সভায় তিনি বরিশালের ঐতিহ্যবাহী স্থাপনা সংরক্ষণের ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, “আমরা পুরোনো স্থাপনা ভেঙে ফেলতে অভ্যস্ত হলেও ইউরোপসহ বহির্বিশ্বে এসব সংরক্ষণ করা হয়। বরিশালের ঐতিহ্যবাহী পুরোনো সার্কিট হাউজ সংস্কার করে মূল সার্কিট হাউজ হিসেবে রাখতে নির্দেশ দিয়েছি।”
খেলাধুলা প্রসঙ্গে তিনি বলেন, “আগামী বিপিএলে বরিশালে একটি ম্যাচ আয়োজনের আশ্বাস দিয়েছেন বিসিসি চেয়ারম্যান। খেলোয়াড়দের বিআইডব্লিউটিসির স্টিমার দিয়ে আনা-নেওয়ার ব্যবস্থাও করা হবে।”
এছাড়া তিনি জানান, বরিশালে নতুনভাবে বিশ্বব্যাংকের সহায়তায় একটি স্টিমার ঘাট তৈরি হচ্ছে। আশা করা হচ্ছে, অক্টোবরের মাঝামাঝি প্যাডেলচালিত স্টিমার নিয়ে বরিশালে আসা সম্ভব হবে।
শিক্ষা খাতের উন্নয়নে সরকারি ব্রজমোহন কলেজ ও সৈয়দ হাতেম আলী কলেজে নতুন বরাদ্দের কথাও তিনি উল্লেখ করেন।
Leave a Reply