শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:১৬ অপরাহ্ন
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি।। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে করোনা সংকট মোকাবেলায় খাদ্য সামগ্রী নিয়ে সার্বক্ষনিক মানুষের পাশে থাকা করোনাযোদ্ধা মেহেন্দিগঞ্জ – হিজলা আসনের সংসদ সদস্য পংকজ নাথ কোভিড-১৯ আক্রান্ত হওয়ায় তার দ্রুত সুস্থতা কামনা করে প্রখর বৃষ্টির মধ্যে দিয়ে মেহেন্দিগঞ্জে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২টায় মেহেন্দিগঞ্জ পৌর বন্দরের হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে এই দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ভাইস চেয়ারম্যান আলহাজ্ব খোরশেদ আলম ভুলু, উপজেলা যুবলীগের সহ সভাপতি শফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন কাজি, পাতারহাট বন্দরের বিশিষ্ট ব্যাবসায়ী শুনিল পাল, উপজেলা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি ও জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার,সহ সভাপতি আলাউদ্দীন, সাধারন সম্পাদক মামুন দেওয়ানসহ সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন পেশাজীবী মানুষ।
Leave a Reply