শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৪ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় পরিবেশবান্ধব নীতি নিশ্চিত করতে নতুন বিধিমালা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। আচরণ বিধিমালা-২০২৫ অনুযায়ী, নির্বাচনী প্রচারে আর কোনোভাবেই পোস্টার ব্যবহার করা যাবে না। রেক্সিন, পলিথিন, প্লাস্টিক, পিভিসি বা পরিবেশের জন্য ক্ষতিকর যেকোনো উপাদানে তৈরি লিফলেট, হ্যান্ডবিল, ফেস্টুন বা ব্যানারও সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।
ইসির পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন বিধিমালার মূল লক্ষ্য হলো নির্বাচনী প্রচারণাকে সুষ্ঠু ও পরিবেশবান্ধব রাখা। গত মঙ্গলবার আচরণ বিধিমালার খসড়া আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের ভেটিং শেষে এটি গেজেট আকারে প্রকাশ করা হবে।
রাজনৈতিক দলগুলোর মতামত গ্রহণ করেই চূড়ান্ত করা হয়েছে এই আচরণবিধি। তবে বেশিরভাগ দলের পক্ষ থেকে সাদা-কালো পোস্টার ব্যবহারের প্রস্তাব থাকলেও কমিশন তা গ্রহণ করেনি। কমিশনের মতে, প্রচলিত প্রচারণা পদ্ধতির পরিবর্তে নতুন ও টেকসই পদ্ধতি গ্রহণ করাই এখন জরুরি।
বিধিমালায় বিলবোর্ড ব্যবহারের ওপরও সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। একজন প্রার্থী এক আসনে সর্বোচ্চ ২০টি বিলবোর্ড ব্যবহার করতে পারবেন, যার আয়তন সর্বাধিক ১৬/৯ ফুট হবে। যানবাহন চলাচলে বিঘ্ন বা জনসাধারণের ভোগান্তি সৃষ্টি করে এমনভাবে বিলবোর্ড স্থাপন নিষিদ্ধ। এছাড়া ডিজিটাল বিলবোর্ডে শুধুমাত্র সীমিত আলোকসজ্জা ব্যবহার করা যাবে।
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, “পোস্টার নিষিদ্ধকরণ নির্বাচন ব্যবস্থার সংস্কারের অংশ। পরিবেশ ও জনস্বার্থকে বিবেচনা করেই নতুন বিধিমালা তৈরি করা হয়েছে।”
বিধিমালায় বলা হয়েছে, প্রার্থীদের কাছ থেকে আচরণবিধি মেনে চলার অঙ্গীকার নেওয়া হবে। গুরুতর লঙ্ঘনের ক্ষেত্রে আরপিও অনুযায়ী প্রার্থিতা বাতিলের বিধানও থাকবে।
বিশ্লেষকদের মতে, নতুন এই বিধিমালা কার্যকর হলে নির্বাচনী প্রচারণা যেমন ব্যয়বহুল প্রতিযোগিতা থেকে মুক্তি পাবে, তেমনি পরিবেশের ওপর নেতিবাচক প্রভাবও কমে আসবে।
Leave a Reply