শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৭:৩৩ অপরাহ্ন
গৌরনদী প্রতিনিধি:
বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম বলেছেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সড়ক দুর্ঘটনা রোধ করতে হলে চালক ও পথচারীদের সতর্ক অবস্থায় রাস্তায় চলাচল করতে হবে। তাহলে অধিকাংশ সড়ক দুর্ঘটনা রোধ হবে।
আজ সকালে বরিশালের গৌরনদীতে নিরাপদ সড়ক নিশ্চিত কল্পে জনসতেনতামূলক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বরিশাল জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. অলি উল্লাহর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন- বরিশাল জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, গৌরনদী উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, গৌরনদী পৌর মেয়র মো. হারিছুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাছরিন, অতিরিক্ত পুলিশ সুপার গৌরনদী সার্কেল মো. আ. রব হাওলাদার, বরিশাল বিআরটিএ সার্কেলের সহকারী পরিচালক মো. শাহ আলম, বরিশাল জেলা বাস মালিক সমিতির সভাপতি মো. আফতাব হোসেন ও গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদ্দীন প্রমুখ।
এতে বক্তব্য রাখেন- গৌরনদী মডেল থানা পুলিশের ওসি মুনিরুল ইসলাম মুনির, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আফজাল হোসেন, সার্জেন্ট মো. আসাদ, মো. মাসুম হোসেন ও শিক্ষার্থী তরিকুল ইসলাম।
Leave a Reply