বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৪১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ২২ নং ওয়াডের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, ভোট কেন্দ্রে সিনিয়র সাংবাদিক,কলামিস্ট আলম রায়হান লাঞ্চিত।গত ৩০শে জুলাই ভোট চলা কালে বেলা ১০টার সময় ভোট কেন্দ্রে প্রবেশ করে ছবি তুলতে তার ব্যাবহৃত মোবাইল ফোনটি বের করে।
মোবাইল ফোনটি বের করার সাথে-সাথেই কাউন্সিলর প্রার্থী আনিচুর রহমান দুলালের (ঠেলাগাড়ী মার্কার) পোলিং এজেন্ট মাসুদ মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে তাকে অপদস্ত করে।পরে কর্তব্যরত পুলিশ ছুটে এসে মোবাইল ফোনটি উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।মাসুদ নগরীর সি.এন্ড.বি রোডস্থ কাজী পাড়ার বাসিন্দা সিরাজ উদ্দিনের ছেলে। মাসুদ তার পিতার সাথে এক সময় নথুল্লাবাদ বাস স্ট্যান্ডে চা বিক্রি করত। চা বিক্রি কালীন সময় থেকেই নারীদের উত্ত্যক্ত করত বথাটে মাসুদ। এর পর গত কয়েক বছর পূর্বে মাসুদ এক শিক্ষকের ছোট ভাইর স্ত্রীকে সন্তানসহ ভাগিয়ে নিয়ে যায়। বখাটে মাসুদের ভয়ে আতঙ্কে থাকনে এলাকার তরুণীরা ।
উল্লেখ্য যে বরিশাল সিটি করপোরেশনের ১৬টি স্থগিত হওয়া কেন্দ্রগুলোর মধ্যে ২২ নম্বর ওয়ার্ডের ৪টি ভোট কেন্দ্রের সবগুলো কেন্দ্রের ফল স্থগিত করা হয়।
মাসুদের প্রাথী আনিচুর রহমান দুলাল ২০০৯ সালের এপ্রিলে মাদক সহ র্যাবের হাতে আটক হন। যাহা ২০০৯ সালের ১৮ই এপ্রিল বহুল প্রচারিত দৈনিক আজকের পরিবর্তনে ছাপা হয়েছিল।
Leave a Reply