বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ১১:১৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নলছিটির দপদপিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার (ইউপি সদস্য) মো. হাসান বিশ্বাসের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে নিজ বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক লীগের সভাপতি পারভেজ হোসেন হান্নান, সাধারণ সম্পাদক হৃদয় হোসেন রিপন, শ্রমিক লীগ নেতা মো. মনির বিশ্বাস, মো. জুলহাস খান, দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সিরাজুল ইসলাম মোল্লা, মো. আকরাম আলী, মো. দেলোয়ার সিকদার, মো. মোফাজ্জেল হাওলাদার, মো.মাসুদ মীর, মো.হায়দার আলী হাওলাদার, মো. আইয়ুব আলী হাওলাদার, মো. মাসুদ বিশ্বাস, মো. এমদাদ বিশ্বাস প্রমুখ। উঠান বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সহস্রাধিক লোক সমবেত হয়। বৈঠক শেষে দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়।
হাসান বিশ্বাস দপদপিয়া ইউনিয়নের তার নিজস্ব ওয়ার্ডে গণসংযোগ অব্যাহত রেখেছেন। ওয়ার্ডের সাধারণ ভোটারদের সাথে কথা বললে জানা যায়, ইউপি সদস্য মো.হাসান বিশ্বাস একজন সৎ ব্যক্তি। সাধারণ মানুষের যে কোন বিপদে তিনি এগিয়ে আসেন এবং সহযোগিতা করে থাকেন। আমাদের ওয়ার্ডে তার কোন বিকল্প নাই। আমরা পুনরায় তাকে মেম্বার নির্বাচিত করবো।
মেম্বার প্রার্থী মো. হাসান বিশ্বাস বলেন, আমি বিগত দিনে এলাকাবাসীর সেবা করে এসেছি। এলাকাবাসীর দোয়া, সমর্থন ও ভালোবাসায় পুনরায় নির্বাচনে অংশগ্রহণ করবো।
তিনি আরও জানান, জনগণের ভোটের মাধ্যমে মেম্বার নির্বাচিত হলে ওয়ার্ডের উন্নয়ন ও এলাকাবাসীর কল্যাণে কাজ করে যাবো। আমার এলাকায় কোন সন্ত্রাস, মাদক কারবারিদের অবস্থান ছিল না আর আগামীতেও থাকবে না।
Leave a Reply