শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১১:৫৭ অপরাহ্ন
সুমন খান, স্টাফ রিপোর্টারঃআজ মঙ্গলবার দুপুর আনুমানিক বারোটা দিকে নলছিটি উপজেলা রানাপাশা ইউনিয়নের তেতুল বাড়িয়া ইসলামি মাধ্যমিক বিদ্যালয়ের।
সহকারী প্রধান শিক্ষক আবুল কাসেম( দুলাল) কে লাঞ্চিত করেছেন। তেতুল বাড়িয়ার গ্রামের হারুন চৌকিদার । হারুন মোল্লার ছেলে এসে সি পরিক্ষার্থী কোচিং ফাকি দিয়ে যাওয়ার সময় সহকারী প্রধান শিক্ষক দেখতে পান পালিয়ে যেতে নিষেদ করে তা না শুনে স্যারের সাথে তর্ক করে।
শিক্ষক ছাত্রকে হাত দিয়ে দুইটি চড় মারে এই সংবাদ শুনে ছাত্রর পিতা হারুন চৌকিদার এসে কিছু না বলেই স্যারকে শারীরিক লাঞ্চিত করে। এই পরিস্থিতিতে সকল শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে বিচারের দাবিতে মিছিল দেয়।
এ ঘটনায় নলছিটি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামি হারুন চৌকিদার কে গ্রেফতার করা হয়েছে।
Leave a Reply