রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:১৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের গুণগত মান বজায় রাখাসহ বাজারদর স্থিতিশীল রাখতে বরিশাল নতুন বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে দুই জনকে অর্থদণ্ড দেয়া হয়েছে।
জানা গেছে, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রূম্পা ঘোষের নেতৃত্বে রবিবার সকাল সাড়ে ১১টায় এ অভিযান পরিচালিত হয়। মেট্রোপলিটন পুলিশ এবং বিএসটিআই’র একটি দল অভিযানে সহায়তা করেন।
অভিযান পরিচালনাকালে নতুন বাজারের আসিফ ফুড প্রোডাক্টের মালিক আসলাম হাওলাদার এবং কর্মকার স্টোরের মালিক নিত্যানন্দ কর্মকারকে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
Leave a Reply