রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৫৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি॥ নগরীর সাগরদী এলাকায় লাকড়ি ব্যবসায়ীসহ চারজনকে হত্যার চেষ্টায় কুপিয়ে পিটিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। আহতরা হলো, দক্ষিণ সাগরদী এলাকার মৃত কেরামত আলীর ছেলে আলী আশরাফ শিকদার ও তার ছেলে সজীব শিকদার রাজিব ও তার স্ত্রী হেপি বেগম।গত শনিবার বিকেল ৫ টায় ২৩নং ওয়ার্ড ফকির বাড়ি স্কুল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা আহতদের মধ্যে গুরুতর আলী আশরাফ সিকদারকে উদ্ধার করে তাৎক্ষণিক বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এবং অন্যান্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আহত আলী আশরাফ সিকদার জানান, শনিবার বিকেল ৫টায় তুচ্ছ ঘটনার জের ধরে আশরাফ শিকদারের ছোট ছেলে সজীব শিকদার এর সাথে বড় ভাই মাজেদ শিকদারের ছেলে আজাদ ও মাইনুলের দ্বন্দ্ব হয়। একপর্যায়ে সজীবকে আজাদ ও মাইনুল পিটিয়ে আহত করে। এই ঘটনায় আলী আশরাফ জিজ্ঞাসাবাদ করতে গেলে আজাদ মাইনুল তার ওপর ক্ষিপ্ত হয়ে যায়। পাশাপাশি অতর্কিতভাবে আলী আশরাফ কে কুপিয়ে গুরুতর জখম করেন আজাদ ও মাইনুল।
অপর একটি সূত্র জানায়,দীর্ঘদিন ধরে দক্ষিণ সাগরদী এলাকায় আজাদ ও মাইনুলের সন্ত্রাসী কর্মকাণ্ডে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে আছে। যে কোন বিষয় নিয়ে নিজেকে ছাত্রলীগ নেতা পরিচয় দিয়ে মানুষের উপরে হামলা চালায় ঘটনার দিন হত্যার চেষ্টায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে চাচা আলী আশরাফ কে। আজাদ ও মইনুলের কর্মকাণ্ড এলাকার সাধারণ মানুষ প্রশ্নবিদ্ধ করে তুলেছে, তাদের বিচার চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে স্থানীয় স্বজনরা হামলায় আহত আলী আশরাফ কে উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে আলী আশরাফ মুমূর্ষ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় মামলা হয়নি, তবে মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনরা জানান।
Leave a Reply