শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৩৬ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল নগরীর সদর রোডস্থ রুপালী ব্যাংক লিমিডেট কর্পোরেট শাখায় অগ্নিকান্ড সংঘটিত হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে সুত্রপাত ঘটায় আগুন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুটি ইউনিট নিয়ন্ত্রণ করেছে। কিন্তু এতে কী পরিমাণ ক্ষয়-ক্ষতি হয়ে তা তাৎক্ষণিক নিরুপণ করতে পারেনি।
প্রত্যক্ষদর্শীরা জানায়- সন্ধ্যার দিকে ব্যাংকটির চারদিক থেকে প্রচন্ড ধোয়া বের হতে দেখা যায়। কিছু বুঝে ওঠার আগেই আগুনও জ্বলতে দেখা গেলে সাথে সাথে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সকে খবর দেওয়া হয়। পরে সেখান থেকে দুটি ইউনিট এসে চেষ্টা চালিয়ে নিয়ন্ত্রণে নেয়।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের রেজাউল কবির জানান, আগুনে কী পরিমাণ ক্ষতি হয়ে তা তাৎক্ষণিক নিশ্চিত না হওয়া যায়নি। তবে আগুনটা যে কম্পিউটারের বৈদ্যুতিক সংযোগ অর্থাৎ শর্টসার্কিট থেকে হয়েছে সেইটি বোঝা গেছে। খবর পাওয়ার পরে ঘটনাস্থলে গিয়ে তাদের দুটি ইউনিট ১৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে।
Leave a Reply