বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৮:৩২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥ বরিশাল নগরীর বগুরা রোডের একটি ফ্লাট বাসায় দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। এসময় দুর্বৃত্তরা ওই ফ্লাটের তালা ভেঙে ভেতরে থাকা আলমিড়ার মধ্যে থেকে নগদ অর্থসহ প্রায় সাত লাখ টাকার মালামাল চুরি করেছে। এই ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
এর আগে গত ২১ সেপ্টেম্বর সকাল ৮টা হতে ২৩ সেপ্টেম্বর সকাল ৯টার মধ্যে যে কোন সময় নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের বগুরা রোড বটতলা মসজিদের উত্তর পার্শ্বে শিকর ভিলা নামক বিল্ডিং এর তৃতীয় তলায় নজির আহম্মেদ ও সালমা আকতার দম্পতির ফ্লাটে এই ঘটনা ঘটে।
চুরি যাওয়া মালামালের মধ্যে রয়েছে- ৪০ হাজার টাকা মূল্যের ১টি ল্যাপটপ, ৯০ হাজার টাকা মূল্যের এক জোড়া স্বর্ণের চুরি, ৬০ হাজার টাকা মূল্যের চার জোড়া স্বর্ণের কানের দুল, ৫০ হাজার টাকা মূল্যের চারটি স্বর্ণের চেইন, ৩০ হাজার টাকা মূল্যের দুটি স্বর্ণের লকেট, ১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ১৭টি স্বর্ণের আংটি, ৪০ হাজার টাকা মূল্যের দুটি স্বর্ণের টিকলি ও নগদ দুই লাখ টাকা।
এজাহার সূত্রে জানাগেছে, বাদী সালমা আকতারের মেয়ে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিবেন। এজন্য পরিবারের সবাই ফ্লাটে তালা দিয়ে গত ২১ সেপ্টেম্বর ঢাকায় যান। এর আগে ১৯ সেপ্টেম্বর ভবনের দ্বিতীয় তলায় থাকা বাদির বাবা কাজী আব্দুল মান্নানও তাবলিক জামাতে যান।
তিনি ২৩ সেপ্টেম্বর ফিরে এসে মেয়ের ফ্লাটের দরজা খোলা দেখেন। পরে বিষয়টি মুঠোফোনে জানালে তারা বরিশালে ফিরে চুরির বিষয়টি বুঝতে পারেন। পাশাপাশি থানা পুলিশকে খবর দিলে তারা গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিলে তা বৃহস্পতিবার মামলা হিসেবে রুজু হয়েছে।
Leave a Reply