শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:০২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরীর ২০নং ওয়ার্ডের লেচুশাহ সড়কের একটি ভাড়াটিয়া বাসায় সন্ধ্যা রাতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭টার মধ্যে কোন এক সময় চুরির এ ঘটনা ঘটে। সংঘবদ্ধ চোরের দল এ সময় নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে বলে জানিয়েছেন গৃহকর্তা ফয়সাল। ঘটনাস্থল পরিদর্শন করেছে বগুড়া ফাঁড়ি পুলিশ। ফাঁড়ির এএসআই কামরুল জানান, চুরি হওয়ার বিষয়টি পরিদর্শণ শেষে কোতয়ালী মডেল থানার ওসিকে অবহিত করেছেন।
এ ব্যাপারে অভিযোগ কিংবা মামলা দায়ের করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ। গৃহকর্তা ফয়সাল জানান, তার স্ত্রী বিকেল ৫টার দিকে ছেলে-মেয়েকে কোচিং থেকে আনতে যান। বিকাল সাড়ে ৫টার দিকে তিনি ঘর বন্ধ করে কাজে বেরিয়ে পড়েন। তার স্ত্রী সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাসায় এসে ঘরের দরজা খোলা দেখতে পান। পরে ঘরে ঢুকে দেখেন চোর চক্র স্টিল আলমারি, ওয়্যারড্রপ ও সুকেজের তালা ভেঙে ঘরে থাকা নগদ টাকা ও প্রায় সাড়ে ৪ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে। যার মধ্যে স্বর্ণের কানের দুল ১ জোরা, গলার চেইন ১টি, ২ ভরি ওজনের হাতের রুলি (চুরি) এক জোড়া, স্বর্ণের ৫টি আংটি, রুপার নুপুর এক জোড়া ও রুপার একটি আংটি ছিল।
এছাড়া তার ঘরে থাকা নগদ সাড়ে ৭ হাজার টাকাও নিয়ে গেছে চোরচক্র। খবর পেয়ে বগুড়া ফাঁড়ির এএসআই কামরুল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ধারণা করা হচ্ছে চোর চক্রের একাধিক সদস্য এ ঘটনা ঘটিয়েছে। এদিকে একই এলাকায় আগের দিন একটি বাসায় চুরি হয়েছে বলে জানা গেছে।
Leave a Reply