সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১০:৫৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥ বরিশাল নগরীতে বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত শ্রমিকের নাম মকবুল হোসেন। আজ সোমবার দুপুর ২টার দিকে নগরীর রসুলপুর চর কলোনীতে এই ঘটনা ঘটে।
নিহত কমবুল হোসেন (৬১) বিসিসি’র ৯ কীর্তনখোলা নদী স্বর্ণালংকার রসুলপুর এলাকার বাসিন্দা মৃত কাশেম আলী’র ছেলে। তিনি বরিশাল নৌ বন্দরে ঘাট শ্রমিকের কাজ করতো।
নিহতের মেয়ে লিজা আক্তার জানান, দুপুরে প্রকৃতির ডাকে সাড়া দিতে তার বাবা বাথরুমে যায়। সেখানে থাকা বৈদ্যুতিক তারে হাত লাগলে মকবুল হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. রিফাত আহমেদ তাকে মৃত বলে ঘোষনা করেন।
এদিকে ঘটনার পরে স্বজনরা তার মৃত দেহ আইনি প্রক্রিয়া চাড়াই তড়িঘড়ি করে নিয়ে যায়। পরে কোতয়ালী মডেল থানা পুলিশের হস্তক্ষেপে লাশ উদ্ধার করে হাসপাতালে মর্গে প্রেরন করা হয়েছে।
বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. নুরুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply