সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১:৩১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার:
গোপন বৈঠকের সময় বরিশাল নগরীর মডেল মহিলা মাদ্রাসার চার নারী শিক্ষক সহ আটক ১০ জামায়াত নেতা সহ ১৪ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশের দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের ওই মামলায় আসামীদের গ্রেপ্তার দেখিয়ে শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।
বরিশাল মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক পলি আফরোজ ওই ১০ জামায়াত নেতাকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন। জেলে যাওয়া জামায়াত নেতারা হলো- জামায়াতের কেন্দ্রীয় নেতা সাতক্ষীরার খলিলুর রহমান তরকদার (৪৬), ঝালকাঠি পৌর জামায়াতের আমীর আব্দুল হাই (৫৫), ভোলা জেলা জামায়াতের আমীর মো. ফজলুল করিম (৬৩), গৌরনদী পৌর জামায়াতের সাবেক আমীর মাওলানা কামরুল ইসলাম খান (৬৩), নবগ্রাম রোডের মডেল মহিলা মাদ্রাসার শিক্ষক মাহবুব আলম (৩৮) ও একই মাদ্রাসার শিক্ষক কেরামত আলী (৬৫)। নারী জামায়াত নেতাদের নাম জানা যায়নি।
গত শুক্রবার (২৬ অক্টোবর) বিকালে বরিশাল নগরীর নবগ্রাম রোডে প্রবাসী আব্দুর রাজ্জাক এর মালিকানাধিন সিকদার প্যালেসে অবস্থিত মডেল মহিলা মাদ্রাসায় কোতয়ালী মডেল থানা পুলিশের পৃথক দুটি অভিযানে ১০ জামায়াত নেতা আটক হয়।
মামলার বাদী কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) আরাফাত রহমান হাসান বলেন, ওই মাদ্রাসার চেয়ারম্যান নূরুল ইসলাম জামায়াত নেতা। তার নেতৃত্বেই সেখানে জামায়াতের সাংগঠনিক এবং গোপন বৈঠক হয়ে আসছিলো। তাই ওই ব্যক্তিকেও মামলায় পালাতক আসামী করা হয়েছে। তিনি সহ মোট ৪ জনকে পালাতক আসামী করা হয়েছে।
Leave a Reply