বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৪:১৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:৬ চৈত্র, ১৪২৫, ইংরাজি ২১ মার্চ, ২০১৯ পূর্বারুণোদয়ে শ্রীশ্রীকৃষ্ণের দোল যাত্রা, দোল পূর্ণিমা, ফাল্গুনী পূর্ণিমা, বসন্তোৎসব কাল।
ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোলযাত্রা অনুষ্ঠিত হয়। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী, এই ফাল্গুনী পূর্ণিমাতেই বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির আর রং নিয়ে রাধিকা ও অন্যান্য সখীদের সঙ্গে খেলায় মেতেছিলেন। সেই সময় থেকেই দোল উত্সবের প্রচলন হয়।
দোল উৎসবের একটি ধর্মনিরপেক্ষ দিকও রয়েছে। দোলের দিন সকাল থেকেই নারী, পুরুষ নির্বিশেষে আবির ও বিভিন্ন ধরনের রঙের খেলায় মেতে ওঠেন।
শান্তিনিকেতনেও দিনভর নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বসন্তোৎসব পালনের রীতি প্রচলিত হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের সময়ে। সেই থেকে একই নিয়মে চলে আসছে।
সেমতে রঙের খেলায় রঙিন হবে বরিশালের হিন্দু ধার্মাবলম্বীরা।
Leave a Reply