শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৭:১৯ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ১৫ বছর বয়সী এক কিশোরী ধর্ষণের শিকার হয়ে চারমাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। তাকে ধর্ষণের অভিযোগে ইয়াছিন আলী নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার দুপুরে ইয়াছিনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের দোগাছি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে মঙ্গলবার রাতেই ধর্ষণের শিকার কিশোরীর মা বাদী হয়ে ইয়াছিনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। ইয়াছিন দোগাছি গ্রামের বাসিন্দা। তার বাবার নাম জয়নাল মণ্ডল।
জানা গেছে, ভুক্তভোগী কিশোরীর সঙ্গে ইয়াছিনের প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের প্রলোভনে ইয়াছিন তাকে একাধিকবার ধর্ষণ করেন। এতে ঐ কিশোরী চারমাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। কিন্তু কিশোরী বিয়ের কথা বলতেই টাল-বাহানা করতে থাকেন ইয়াছিন। কোনোভাবেই কিশোরীকে বিয়ে করতে রাজি হচ্ছিলেন না। পরে মঙ্গলবার রাতে থানায় ধর্ষণ মামলা করেন ঐ কিশোরীর মা।
শিবগঞ্জ থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, ইয়াছিনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগী কিশোরীর মেডিকেল পরীক্ষার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
Leave a Reply