বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৮:৪৬ পূর্বাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি॥ ইসলাম ধর্ম নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেয়ার অভিযোগে পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক গণশিক্ষাবিষয়ক সম্পাদক মো. আবদুল্লাহ আল নোমান মিঠুকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে আউলিয়াপুর এলাকা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতার মোর্শেদ জানান, গত কয়েকদিন ধরে ইসলাম ধর্মকে কটাক্ষ করে তার ফেসবুক আইডিতে নানা ধরনের পোস্ট করেছেন তিনি। মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে নানা ধরণের অপপ্রচার চালানো হচ্ছিলো তার আইডি থেকে। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা সৃষ্টির পাশাপাশি তীব্র প্রতিবাদের ঝড় ওঠে। যা পরে বিক্ষোভে প্রকাশ পায়।
বিষয়টি পটুয়াখালী জেলা পুলিশের নজরে এলে পর্যবেক্ষণ করে শুক্রবার দুপুর থেকে তাকে গ্রেফতারের জন্য অভিযানে নামে পুলিশ। একপর্যায়ে বিকেল সাড়ে ৫টায় আউলিয়াপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। তার নাম আবদুল্লাহ আল নোমান মিঠু হলেও ফেসবুকে নোমান মিঠু নামে পরিচিত।
উল্লেখ্য, পটুয়াখালী জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় নোমান মিঠু একজন ব্লগার হিসেবেও পরিচিত।
Leave a Reply