শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৩:৪৯ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ফরিদপুরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সদর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের কৈজুরি ইউনিয়নের পিয়ারপুর এলাকায় মঙ্গলবার (১২ জুলাই) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটেছে।
সংঘর্ষ হওয়ার পরবর্তীতেই এলাকার স্থানীয় জনতা ও বাসের সুস্থ থাকা যাত্রীরা আহতদের দ্রুত ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাজীপুর থেকে পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি ঘাট হয়ে ছেড়ে আসা খুলনাগামী রয়েল পরিবহন নামক একটি বাসের সাথে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ছেড়ে আসা যশোরগামী মামুন পরিবহনের সঙ্গে সদর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের কৈজুরি ইউনিয়নের পিয়ারপুর এলাকায় সামনা-সামনি একটি বাসের ধাক্কা লাগে।
এতে দুটি বাসের সামনের দিকে দুমড়ে-মুচড়ে যায়। এসময় দুইটি বাসের যাত্রীই আহত হয়, পরবর্তীতে আহতের সংখ্যা হিসাব করা হলে দেখা যায় অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছে এই সংঘর্ষ এর ফলে। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটার পরবর্তীতে ফরিদপুর হাইওয়ে থানা পুলিশ কয়েক ঘন্টার জন্য বাইপাস সড়কটি বন্ধ করে দেয়। ওই পথে যাতায়াতকারী যানবাহনগুলো তখন বিপাকে পরে যায়, রাস্তাটি বন্ধ থাকার কারনে তারা ফরিদপুর শহর হয়ে ভাঙ্গা রাস্তার মোড় দিয়ে চলাচল করতে শুরু করে।
উক্ত সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবর রহমান বলেন, রেকার দিয়ে বাইপাসের ওপর পড়ে থাকা দুটি বাস সরিয়ে নেওয়ার পর বিকেল সাড়ে ৩টার দিকে সড়কটি খুলে দেওয়া হয়। এর আগে ওই রাস্তাটি সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছিলো।
Leave a Reply