দখল মিশনে প্রতিমন্ত্রীর অনুসারীরা Latest Update News of Bangladesh

সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০১:২২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:




দখল মিশনে প্রতিমন্ত্রীর অনুসারীরা

দখল মিশনে প্রতিমন্ত্রীর অনুসারীরা

দখল মিশনে প্রতিমন্ত্রীর অনুসারীরা




ভয়েস অব বরিশাল ডেস্ক।। মহানগর শ্রমিক লীগের আহবায়ক আফতাব হোসেন। তিনি ছিলেন নথুল্লাবাদ বাসটার্মিনালের নিয়ন্ত্রক। তবে সেরনিয়াবাত সাদিক আবদুল্লা মেয়র হওয়ার পরে আফতাবকে নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে সরিয়ে দেন। পরে আফতাব বরিশাল সদর আসনের সংসদ সদস্য পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপির রাজনীতি শুরু করেন।

 

 

তবে সাদিক মেয়র থাকায় এতে সুবিধা করতে পারেননি। কিন্তু সাদিক মনোনয়ন বঞ্চিত হওয়ার পরে মাঠে নামে আফতাব। সিটি নির্বাচনের আগেই তিনি নথুল্লাবাদ বাস মালিক সমিতির চেয়ার দখল করে বসেন। ১২ জুন সিটি নির্বাচন শেষ হলে ওই টার্মিনালটির পুরো দখল চলে যায় আফতাবের হাতে। এখন তিনিই এখানকার নিয়ন্ত্রক।

 

 

তবে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি মঙ্গলবার সকালে নগরীর ক্রাউন কনভেনশন হলে তার অনুসারীদের এসব দখলের বিষয়টি অস্বীকার করেছেন। তার দাবি একটি পক্ষ তার সুনাম ক্ষুণ্ন করতে এসব রটাচ্ছে।

 

 

মহানগর শমিক লীগের যুগ্ম-সম্পাদক রুপাতলী বাস শ্রমিক নেতা সুলতান মাহমুদ পানি সম্পদ প্রতিমন্ত্রীর একান্ত ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। তিনি রুপাতলী বাস ম্রমিক ইউনিয়নের সভাপতি পদে থাকলেও সাদিক মেয়র থাকায় কোন সুবিধা নিতে পারেননি। তবে বরিশাল সাদিক আবদুল্লাহর মনোনয়ন নিশ্চিত না হওয়ার পরপরই সুলতান রুপাতলী বাস টার্মিনাল দখলে যান।

 

 

এরপর ১২ জুন সিটি নির্বাচনে তিনি ২৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হওয়ার পরে স্থায়ীভাবে রুপাতলী বাস টার্মিনাল দখলে নিয়ে নেন। সেখানে সাদিক অনুসারী যতজন কর্মচারী ছিল সকলকে সরিয়ে নিজ অনুসারীদের বসান। বরিশাল নগরের রূপাতলী হাউজিং বাজার ইজারা নেন মেয়র সাদিক অনুসারী রনি।সুত্র,কালের কন্ঠ

 

 

২৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদক মীর শহীদুল ইসলাম রনির ইজারা নেওয়া এই বাজার দখলে নেন সুলতান মাহামুদ। তার অনুসারী স্থানীয় মন্নান এখন বাজার পরিচালনা করছেন। রূপাতলী বাস টার্মিনালের পাবলিক টয়লেট আসলাম নামে এক প্রতিবন্ধীকে পরিচালনার দায়িত্ব দেয় বিসিসি। কিন্তু ১২ জুন সুলতান মাহামুদ বিজয়ী হওয়ার পরেই তার অনুসারী মো. ফিরোজ ও কালু গাজী এটি দখল করে নিয়েছে।

 

 

কেবল এরা দুজনই নয় পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি অনুসারী এদের মতো আরো বেশ কয়েকজন প্রভাবশালী নেতা সিটি মেয়র সাদিক অনুসারীদের দখলে থাকা হাট-বাজার, টেন্ডার কার্যক্রম ও পরিবহন সেক্টর দখলে নিয়ে নেন। যদিও সাদিক অনুসারীরা কাগজপত্রে বৈধতার সঙ্গে ওই সকল সেক্টরগুলো দখলে রয়েছেন। এরপরও মন্ত্রীর প্রভাব খাটিয়ে সেখানে দখল করছেন তার অনুসারীরা।

 

 

বরিশাল নগরের কেন্দ্রীয় বাস টার্মিনালসংলগ্ন মহাসড়ক দখল করে বাজার গড়ে তুলেছিলেন মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক নীরব হোসেন টুটুল। ওই বাজারে প্রতিমন্ত্রী অনুসারী শফিকুল হক মুন্না তার লোকজন নিয়ে গিয়ে টুটুলের সহচর ফোরকানকে শাসিয়েছে। একইসঙ্গে বাজার এখন থেকে তারা নিয়ন্ত্রণ করবে এমনটিও বলে এসেছে।

 

 

এখন মুন্নার অনুসারীরা ওই বাজার নিয়ন্ত্রণ করছেন। চৌমাথা মাছ বাজারটিরও ইজারাদার নিরব হোসেন টুটুল। ওই বাজার দখলে নিয়েছেন প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত যুবলীগ নেতা শাহরিয়ার সাচিব রাজীব। এখন তিনিই ওই বাজার নিয়ন্ত্রণ করছেন।

 

 

বরিশাল মহানগর ও সদরের আওতাধীন ৩৬টি বিদ্যালয়ের পুরোনো ভবনের নিলাম হয় ১৫ ও ১৬ জুন। সাধারণ ঠিকাদাররা অভিযোগ করেছেন, পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিমের অনুসারী ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীদের চাপে এ কাজের কোনো দরপত্র তারা কিনতে পারেননি।

 

 

নিলামে অংশগ্রহণ করা ব্যবসায়ী আনোয়ার হোসেন ও মোবারক হোসেন বলেন, ১৪ জুন নামমাত্র মূল্যে ১৮টি স্কুলভবন সিন্ডিকেটের মাধ্যমে বাগিয়ে নিয়েছেন প্রতিমন্ত্রী শামীমের অনুসারী ছাত্রলীগ নেতা প্রিন্স সরদার, আরিফ, আওয়ামী লীগের সমর্থক টিপু, যুবলীগের বাবলু জমাদ্দার, রিয়াজ ভূঁইয়াসহ ১০-১২ জন।

 

 

ভুক্তভোগীদের বক্তব্য

 

রুপাতলী বাস টার্মিনালে পাবলিক টয়লেটের দায়িত্বে থাকা প্রতিবন্ধী আসলাম জানায়, বাস টার্মিনালে অবস্থিত পাবলিক টয়লেটের ইজারা নিয়ে পরিচালনা করে আসছেন তিনি। কিন্তু প্রতিমন্ত্রীর কথা বলে পাবলিক টয়লেটের দায়িত্ব থেকে আমাকে সরিয়ে দেয় সুলতান মাহমুদ।

 

 

২৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদক মীর শহীদুল ইসলাম রনি বলেন, রুপাতলী ‘হাউজিং বাজার বিসিসি আমার নামে ইজারা দিয়েছে সিটি কর্পোরেশন। কিন্তু ১২ তারিখের পরদিন সুলতানের লোক বাজারে টাকা তুলছে। স্থানীয় মন্নান এর নেতৃত্ব দিচ্ছে। তারা বলেছেন প্রতিমন্ত্রী নির্দেশ দিয়েছেন এ বাজার থেকে সরে যাওয়ার।

 

 

২৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রিন্স সরদার বলেন, ‘বরিশালের রাজনীতির প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। যে কারণে টেন্ডার নিয়ে ঝামেলা হয়। প্রতিমন্ত্রীর রাজনীতি করি বলেই আমাদের ঘায়েল করা হচ্ছে।

 

 

রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ সাদিক অনুসারী ২৫নং ওয়ার্ডের কাউন্সিলর জাকির হোসেন বলেন, বাস টার্মিনাল সুলতান নিয়ন্ত্রণে নিয়েছেন। টার্মিনালের কাউন্টারে তাদের লোক সরিয়ে সুলতানের লোক বসিয়ে দেওয়া হয়েছে। প্রতিমন্ত্রীর নির্দেশ দিয়েছেন এমন কথা বলে ১২ জুন নির্বাচনের পর এটা ঘটেছে।

 

 

অভিযুক্তদের বক্তব্য

 

তবে প্রতিমন্ত্রীর অনুসারী নগরের ২৫ নম্বর ওয়ার্ড নবনির্বাচিত কাউন্সিলর সুলতান আহমেদ বলেন, যারা এ ধরনের অভিযোগ করছেন, তারা গত ৫ বছর চাঁদাবাজি করেছেন। বাসস্ট্যান্ড থেকে বিতাড়িত শ্রমিকেরা এখন টার্মিনালে এসে বসেছেন। তিনি বলেন, ‘পাবলিক টয়লেট থেকে টাকা নেওয়া হতো। ভোটের পর শ্রমিকেরা টাকা নেওয়া বন্ধ করে দিয়েছে। আর হাউজিং বাজার মিল্টন এবং আমি করেছি। কিন্তু দখল করে রনি। সেটা দখলমুক্ত করেছি।

 

 

মহানগর শ্রমিক লীগ আহবায়ক আফতাব হোসেন বলেন, আমি বাস মালিক সমিতির সভাপতি ছিলাম। সেখান থেকে অন্যায়ভাবে আমাকে তারানো হয়েছে। আমাকে বাস মালিকরা ফের সেখানে বসিয়েছে। এতে দখলের কিছু নেই। যুবলীগ নেতা শাহরিয়ার সাচিব রাজীব ও শরিফুল হক মুন্না মাছ বাজার দখলের বিষয়টি অস্বীকার করে বলেন, এখান থেকে চাঁদা তোলা হতো তা বন্ধের জন্য আমরা বলেছি।

 

 

এ বিষয়ে নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাতের নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট লস্কর নুরুল হক বলেন, নবনির্বাচিত মেয়র ঢাকায় অবস্থান করছেন। এ বিষয়গুলো তিনি জানেন না। তিনি কখনো দখলদারিত্বকে প্রশ্রয়ও দেন না।

 

 

মেয়র সাদিকের ঘনিষ্ঠজন নগর আওয়ামী লীগের সহসভাপতি গাজী নইমুল হোসেন বলেন, এই ঘটনাগুলোতে আমরা বিব্রত। মনে হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছে। এমন কর্মকাণ্ডে দল ক্ষতিগ্রস্ত হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD