রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:৪২ অপরাহ্ন
বরগুনা সংবাদদাতা ॥ বরগুনার তালতলী থেকে মো. নাজমুল আহসান (১২) ও মেহেদী হাসান (১৪) নামের দুই ছাত্রকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুই পরিবারসহ এলাকায় আতঙ্ক বিরাজ করছে।উপজেলার পঁচাকোড়ালিয়া এলাকা থেকে শনিবার রাতে তাদের অপহরণ করা হয় বলে অভিযোগ।নাজমুল আমতলী উপজেলার চরকগাছিয়া মাধ্যমিক বিদ্যালয় ৭ম শ্রেণি এবং মেহেদী তালতলী উপজেলার ছোটবগী হাফিজিয়া মাদ্রাসায় ছাত্র।ভিকটিমদের পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার হারিপাড়া গ্রামের সিদ্দিকুর রহমানের সাথে তিন মাস পূর্বে নামবিহিন এক ফকির বাবার সাথে পরিচয় হয়। ওই ফকির বাবা শনিবার সকালে তাদের বাড়িতে বেড়াতে আসে। শনিবার বিকালে ফকির বাবাকে নিয়ে মেহেদীসহ পরিবারের লোকজন পঁচাকোড়ালিয়া গ্রামের ভায়রা সোলায়মানের বাড়িতে বেড়াতে যান।
রাতে খাবার শেষে নাজমুল ও মেহেদীকে ফকির বাবার সাথে রাত্রীযাপন করতে দেয়। গভীর রাতে ওই দুই ছাত্রকে অপহরণ করে নিয়ে যায় ফকির বাবাসহ তার লোকজন। রবিবার সকালে ফকির বাবাসহ দুই ছাত্রকে না পেয়ে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকে। এ রির্পোট লেখা পর্যন্তু তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় ওই দুই পরিবারসহ এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
নাজমুলের বাবা সোলায়মান মিয়া বলেন, রাতের খাবার শেষে ওই ফকির বাবার সাথে আমার ছেলে নাজমুল ও আমার ভায়রার ছেলে মেহেদী হাসানকে ঘুমাতে দেই। সকালে উঠে তাদের কাউকে দেখছি না।তালতলী থানার ওসি শেখ শাহিনুর রহমান বলেন, দুই ছাত্রকে অপহরণের বিষয়ে আমাকে কেউ জানাননি। আমাকে জানালে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply