সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০:৫১ পূর্বাহ্ন
তালতলী প্রতিনিধি॥ বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের দক্ষিণ কবিরাজ পাড়া থেকে বণ্যপ্রানী একটি মূল্যেবান তক্ষকসহ নুরজাজাহান (৬০) এবং সুফিয়া (৩৫) নামে দুই নারীকে আটক করা হয়েছে। আজ সোমবার সকালে তাদের আটক করে পুলিশ।
স্থানীয়রা জানান, মাসুদ প্যাদা, নিজাম প্যাদা, শহীদ- এই তিনজন কষ্টি পাথরের মূর্তি, তক্ষকসহ বিভিন্ন জিনিস নিয়ে প্রতারণার ফাঁদে ফেলে এলাকায় ব্যাবসা করে আসছে। গ্রামবাসী একাধিকবার পুলিশের নিকট এদের ধরিয়ে দেয়। সোমবার একটি তক্ষক বিক্রির জন্য বাড়িতে অবস্থানের সময় পুলিশে সংবাদ দিলে পুলিশ নূরজাহান বেগমের ঘরে তল্লাশি চালিয়ে একটি মূল্যমান একটি তক্ষকসহ তাকে ও তার পুত্রবধূ সুফিয়াকে আটক করে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা করে আর্থিক জরিমানা করা হয়।
এস আই শাহাদাত হোসেন জানান, দীর্ঘদিন এখানে একটি চক্র প্রতারণা করে লোকজনের নিকট থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে। আমরা এর সাথে জড়িত মূল অপরাধীদের আটকের চেষ্টা করছি। উদ্বারকৃত তক্ষকটি বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply