তজুমদ্দিনে জেলেদের চাল ইউপি চেয়ারম্যানের স্বজনদের পেটে Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২:৩৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
আইপিএল নিলামে বাংলাদেশি ক্রিকেটারদের প্রতি আগ্রহ নেই শেবাচিম হাসপাতালে পরিচালকের দায়িত্ব নিলেন ব্রিঃজেঃ একেএম মশিউল মুনীর ‘সংস্কারের পাশাপাশি অবাধ নির্বাচনের ব্যবস্থা করা জরুরি’ : তারেক রহমান পিরোজপুরে ২৪ বছরেও সম্পন্ন হয়নি আয়রন ব্রিজ নির্মাণ কাজ, জনদূর্ভোগ চরমে বরিশালে তথ্য মেলা: দুর্নীতি প্রতিরোধে জোরালো পদক্ষেপ মমতার বাঁধায় বন্ধ হতে পারে বাংলাদেশে আলু রপ্তানি ! কাউখালী উপজেলা জামায়াত ইসলামীর কমিটি গঠন বিএনপির শোক মিছিলে হামলা: রিমান্ডে হাসানাতপুত্র মঈন আব্দুল্লাহ খুনি হাসিনার পুনর্বাসন, জীবন দিয়ে প্রতিরোধ করবে শহীদ ফাউন্ডেশন: সারজিস আলম নতুন কমিশনের দায়িত্ব ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা: রাষ্ট্রচিন্তা পরিষদ




তজুমদ্দিনে জেলেদের চাল ইউপি চেয়ারম্যানের স্বজনদের পেটে

তজুমদ্দিনে জেলেদের চাল ইউপি চেয়ারম্যানের স্বজনদের পেটে

তজুমদ্দিনে জেলেদের চাল ইউপি চেয়ারম্যানের স্বজনদের পেটে !তদন্ত কমিটি গঠন




ভোলা প্রতিনিধি॥ ভোলার তজুমদ্দিন উপজেলার চাচড়া ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে জেলেদের চাল আত্মসাতের অভিযোগ উঠেছে।

 

 

চেয়ারম্যান মাস্টাররোলে মৃত, প্রবাসী, এলাকায় থাকেন না, জনপ্রতিনিধি ও তার স্বজনদের নাম দিয়ে চাল আত্মসাত করেছেন বলে জেলেদের অভিযোগ। এছাড়া এক ব্যক্তির নামে একাধিকবার চাল উত্তোলন দেখিয়েছেন তিনি। প্রকৃতপক্ষে তারা চাল পাননি। জেলা প্রশাসন অভিযোগটি আমলে নিয়ে তদন্ত কমিটি গঠন করেছে।

 

 

চাচড়ার ইউপির জেলেরা গত ৫ মে ডিসি মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক বরাবর একটি অভিযোগপত্র দাখিল করেছেন।

 

 

অভিযোগে বলা হয়, ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে দুই মাস (মার্চ-এপ্রিল) জাতীয় মাছ ইলিশ আহরণ নিষিদ্ধ। এ কারণে সরকার চার মাস (ফেব্রুয়ারি-মে) বেকার হতদরিদ্র জেলেদের প্রতি মাসে ৪০ কেজি করে ৪ কিস্তিতে ১৬০ কেজি চাল প্রদানের সিদ্ধান্ত নেয়।

 

 

চাচড়া ইউপিতে মোট নিবন্ধিত জেলে ২ হাজার ৩৬৯ জন। চলতি অর্থবছরে ওই জেলেদের মধ্যে দারিদ্রসীমার নিচে বসবাস করা এক হাজার ১০ জন জেলের জন্য চাল বরাদ্দ করেন।

 

 

অতিদরিদ্র প্রত্যেক জেলে ১৬০ কেজি চাল পাওয়ার কথা থাকলেও চেয়ারম্যান একজনকে ২২-২৩ কেজির বেশি চাল দেননি।

 

 

ফেব্রুয়ারি ও মার্চ মাসের মাস্টাররোল তুলে দেখা যায়, ৩ থেকে ৭ বছর আগে মারা গেছে এমন ৬ জনের নামে চাল তোলা হয়েছে। প্রবাসী ১০জন, এলাকায় থাকেন না ১৫জন, সরকারি চাকরিজীবী, ব্যবসায়ী, নামে-বেনামে, একই ব্যক্তির নামে একাধিকবার এ রকম ১৪০ জনের নামে চাল তুলেছেন।

 

 

৫ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মাকসুদুর রহমানের নামে জেলে কার্ডের চাল তোলা হয়েছে। সে কার্ডের চাল কে বা কারা তুলেছে সেটি তিনি জানেন না বলে স্বীকার করেছেন। অভিযোগপত্রে আরো বলা হয়, অনেক নিবন্ধিত জেলে চাল পায়নি।চেয়ারম্যান, মেম্বার, তার স্বজন ও ক্যাডার বাহিনী চাল পেয়েছে। অনেক নিবন্ধিত জেলেকে চাল না দিয়ে আত্মসাৎ করেছেন।

 

 

এ ছাড়া চেয়ারম্যানের বিরুদ্ধে কাবিখা, কাবিটা, অতিদরিদ্র জনগোষ্ঠীর জন্য ৪০ দিনের কর্মসূচি, এলজিএসপি অনিয়মের অভিযোগ উঠেছে।

 

 

জেলে আ. রহমান, নুর ইসলাম, মো. ইউসুফ মোসলেহউদ্দিনসহ একাধিক জেলে জানান, জেলের চাল জেলেকে না দিয়ে আত্মসাতের ঘটনা চেয়ারম্যানের বিরুদ্ধে চলতি মাসের প্রথম দিকে তদন্ত শুরু হলেও শেষ হচ্ছে না। অজুহাতের কারণে আটকে আছে।

 

 

জাতীয় মৎস্যজীবী সমবায় সমিতির চাচড়া ইউপি কমিটির সভাপতি মাহামুদুল্যাহ বলেন, চাচড়া ইউপির সাত, আট ও নয় নম্বর ওয়ার্ডে প্রকৃত জেলে। বাকী দুই, তিন, চার ও পাঁচ নম্বর ওয়ার্ডের ৫০ শতাংশ জেলে ভুয়া।

 

 

স্থানীয় ক্ষমতাসীন দলের নেতা ও জনপ্রতিধিরা লুটপাটের জন্য এসব ওয়ার্ডে নামে-বেনামে, মৃতব্যক্তি, প্রবাসীকে জেলে বানিয়ে নিবন্ধন করেছে। যাছাই-বাছাই করলে ৪০০-৫০০ নাম বাদ পড়বে।

 

 

উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, চাচড়া ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পরে সম্প্রতি যাছাই-বাছাই করে ১৭৩ জন জেলেকে বাদ দেয়া হয়েছে।

 

 

তবে জেলে নেতারা জানান, যাছাই-বাছাই হয়েছে আই-ওয়াশ। ক্ষমতার প্রভাবে থাকা, মৃত, প্রবাসীদের বাদ দেয়া হয়নি।

 

 

ইউএনও আল নোমান বলেন, চাচড়া ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত চলমান আছে।

 

 

ইউপি চেয়ারম্যান মো. রিয়াদ হোসেন তার বিরুদ্ধে উঠা অভিযোগ অস্বীকার করে বলেন, প্রতিপক্ষ তার বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD