সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৫:২৭ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ আওয়ামী লীগ পালানোর দল না, কোনো দিন পালায়নি। কোনো অনির্বাচিত ব্যক্তির অধীনে জনগণের ক্ষমতা দেওয়া যাবে না। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না, আগেই আদালত তা রায় দিয়েছেন। বিশ্বের অন্যান্য দেশে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও সেভাবে নির্বাচন হবে।
বাংলাদেশে আর কোনো দিন আজিজ-সাদেক মার্কা নির্বাচন হতে দেওয়া হবে না। বিএনপি ১০ ডিসেম্বর ঢাকা উল্টেপাল্টে ফেলবে, ২৫ লক্ষ লোকসমাগম করবে। ওখানে পঁচিশ শ লোকও আসবে না।
আজ মঙ্গলবার গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি, এসব কথা বলেন।
শেখ সেলিম আরো বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যা করে ওরা স্বাধীনতাকে হত্যা করেছে, মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করেছে, অসাম্প্রদায়িক রাজনীতিকে হত্যা করেছে, স্বাধীনতার চেতনাকে হত্যা করেছে। বিএনপি খুনিদের দল। জিয়াউর রহমান এ দল সৃষ্টি করেছে। এরা কোনো রাজনৈতিক দল না। এরা পাকিস্তানের এজেন্ট। একাত্তরের পরাজিত শক্তি ও বিএনপি এক হয়ে সরকারের পতন ঘটাতে চায়। ’
পঁচাত্তরের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করে একটি নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে একাত্তরের পরাজিত শক্তি রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে উল্লেখ করে তিনি আরো বলেন, ‘ওরা শুধু বঙ্গবন্ধুকে নয়, জাতীয় চার নেতাকে হত্যা করে। পরবর্তীতে যারা যুদ্ধাপরাধের দায়ে কারাগারে ছিল, তাদেরকে বের করে এনে জিয়াউর রহমান দল গঠন করে। এদের কাছ থেকে আজ আমাদের মানবতা ও গণতন্ত্র শিখতে হবে? একাত্তর সালে পাকিস্তানিরা বঙ্গবন্ধুকে হত্যা করার সাহস পায়নি। অথচ বঙ্গবন্ধু যে বাঙালি জাতির জন্য সারা জীবন কষ্ট করেছেন, তারাই তাকে হত্যা করে। ’
কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রিবার্ষিক সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খান, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ও এস এম কামাল হোসেন এবং ঢাকা মহানগর দক্ষিণ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নার্গিস রহমান।
Leave a Reply