সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১১:০৭ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ শরীয়তপুরে ডামুড্যায় একটি ডোবা থেকে হাত-পা ও মুখবাঁধা অবস্থায় এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে কুলকুড়ি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত কাজল আক্তার (১৫) ওই গ্রামের আলাউদ্দিন ছৈয়ালের মেয়ে ও ডামুড্যা বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।
জানা গেছে, বুধবার রাতে প্রতিদিনের মতো পাশের ঘরে টিভি দেখতে যাওয়ার জন্য বের হয় কাজল। পরে আর ঘরে ফেরেনি। রাতে ঘরে না ফেরায় পরিবারের লোকজন প্রতিবেশী, আত্মীয়-স্বজনসহ বিভিন্ন যায়গায় খোঁজ করে না পেয়ে পুলিশকে বিষয়টি জানায়। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা ডোবায় লাশ দেখে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপতালে পাঠায়।
কাজল আক্তারের মা ভুলু বেগম বলেন, রাতে কারা যেন আমার মেয়েকে হাত-পা ও মুখ বেঁধে হত্যা করে ডোবায় ফেলে দিয়েছে। আমার বুকের ধন যারা কেড়ে নিয়েছে তাদের ফাঁসি চাই।
ডামুড্যা ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. সামসুল আলম সবুজ বলেন, আমার জানামতে কাজল অনেক ভালো মেয়ে। মেয়েটিকে যারা হত্যা করেছে তাদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেয়া হোক।
ডামুড্যা থানার ওসি (তদন্ত) মো. এমারত হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। এখনো কেউ অভিযোগ করতে থানায় আসেনি। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply