শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৬:৫৯ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনায় এখন পর্যন্ত ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা ডুব দিলেই তাদের হাতে-পায়ে বাঁধছে মরদেহ। নিহতদের খোঁজে এরই মধ্যে ছুটে এসেছে স্বজনরা। উদ্ধার হওয়া মরদেহ রাখা হয়েছে সারি সারি।
উদ্ধারকর্মীরা জানান, নদীতে ডুব দিলেই মিলছে মরদেহ। উদ্ধার হয়ার মরদেহের তালিকায় রয়েছে ৫ জন নারী, ২৩ জন পুরুষ এবং ২ জন শিশু।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, লঞ্চটিতে কতজন যাত্রী ছিলেন আনুমানিক বলা যাচ্ছে না। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা ডুব দিলেই তাদের হাতে-পায়ে মরদেহ বাঁধছে।
এদিকে লঞ্চডুবির পর সেখানে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, নৌ বাহিনী ও সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারিরা। এছাড়া স্থানীয় লোকজন সহায়তা করছেন।
জানা যায়, সোমবার সকাল নয়টার দিকে ময়ুর-২ নামের একটি লঞ্চের ধাক্কায় কমপক্ষে ৫০ জন যাত্রী নিয়ে মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়। কেরানীগঞ্জের একটি ডকইয়ার্ড থেকে মেরামত শেষে ময়ূর-২ নদীতে নামানোর সময় ওই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
Leave a Reply