বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৮:২৪ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ময়মনসিংহের গফরগাঁওয়ে ঢাকাগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের নিচে নিচে ঝাঁপ দিয়ে এক যুবক আত্মহত্যা করেছে। মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে পৌর শহরের বড় চামড়া গোদাম এলাকায় মেহেদী হাসান বিল্লাল (২৫) নামে ওই যুবক আত্মহত্যা করে। মেহেদী হাসান নান্দাইল উপজেলার বীর কামাটখালী গ্রামের সাজ্জাত খানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকাল থেকেই ওই যুবক ঘটনাস্থলের কাছাকাছি অবস্থান নেয়। সন্ধ্যা সোয়া ৬টার দিকে ঢাকাগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেন যাত্রা বিরতী শেষে গফরগাঁও স্টেশন ছাড়ার সময় বিল্লাল রেললাইনের উপর বসে থাকে। এসময় ট্রেন বহুবার হর্ন বাজালেও বিল্লাল সরে না গিয়ে লাইনের উপর শুয়ে পড়ে। এতে লাশ দ্বিখন্ডিত হয়ে যায়। ট্রেন চলে যাওয়ার পর স্থানীয়রা জিআরপি ফাঁড়ি পুলিশকে খবর দেন।
গফরগাঁও জিআরপি ফাঁড়ির ইনচার্জ শহিদুল্লাহ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply