বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০২:২০ পূর্বাহ্ন
সুমন খান :পিরোজপুরের স্বরূপকাঠিতে ট্রাক ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে সাতজন আহত হয়েছে।বুধবার সন্ধ্যায় স্বরূপকাঠি-পিরোজপুর সড়কের বিআরডিবি অফিস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।আহতরা হলেন- জিহাদ (১০), সাথী (৩৫), ইতি (১৮), আকাশ (১৮), ইভা (১৭), বাবুল সরদার (৫০), খাদিজা (৪০)।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে গুরুতর আহত সাথী, আকাশ ও বাবুল সরদারকে হাসপাতালে ভর্তি করা হয় এবং বাকীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
জানাগেছে, অটোরিক্সাটি স্বরূপকাঠি থেকে যাত্রী নিয়ে সেহাংগল যাওয়ার পথে বিআরডিবি অফিস মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকা মেট্রো-ড ১৪-৭২৬৪ নম্বরের ট্রাকটির মুখোমুখী সংঘর্ষে অটোরিক্সাটি ধুমড়ে মুচড়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ ট্রাকটি আটক করে থানায় নিয়ে যায়।
Leave a Reply