মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১১:৫৪ অপরাহ্ন
মাসুদ সরদার গৌরনদী প্রতিনিধি:বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী টরকী বন্দরের প্রবীন ব্যাবসায়ী ও ভাই ভাই হার্ডওয়ার স্টোরের মালিক রাধেশ্যাম কর্মকার (৬২) নানা জটিল রোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার মেডিকো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেন। শুক্রবার তার লাশ বাংলাদেশে আসে। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, ১ ছেলে, ২ কন্যাসহ বহু অত্মীয় স্বজন রেখে গেছেন।
শুক্রবার সন্ধ্যায় টরকী বন্দরের বেকীনগর পারিবারিক শশ্মাণে দাহ করা হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ, সাধারন সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কমিটির সহ-সম্পাদক এ্যাডভোকেট বলরাম পোদ্দার, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌর মেয়র মোঃ হারিছুর রহমান, জেলা পরিষদের সদস্য ও টরকী বন্দর বনিক সমিতির সভাপতি রাজু আহম্মেদ হারুন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আলহাজ্ব ফরহাদ মুন্সী, মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট সাহিদা আক্তার,
উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক কামরুল ইসলাম দিলীপ, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও টরকী বন্দর সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, সহ-সভাপতি শেখর দত্ত বনিক, সাধারন সম্পাদক নারায়ন পোদ্দার, গৌরনদী উপজেলা সহকারী শিক্ষক সমাজের সভাপতি সুদাম পাল, প্রধান শিক্ষক প্রদীপ চন্দ্র দাস।
Leave a Reply