রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৯:৪৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি॥ আসন্ন জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২০ আগস্ট) বেলা ১১টায় পুলিশ কমিশনার কার্যালয়ের কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষেদের সভাপতি রাখাল চন্দ্র দে, জন্মাষ্টমী শোভাযাত্রা উদযাপন পরিষদের আহ্বায়ক মৃনাল কান্তি সাহা, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি নারায়ন চন্দ্র দে নারু প্রমুখ।এছাড়াও সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতারাও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
সভায় বিভিন্ন বক্তার মতামতের ওপর ভিত্তি করে পুলিশ কমিশনার শাহাবুদ্দিন বলেন, নগরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশি চেক পোস্ট বসানো হবে। বিভিন্ন যানবাহনসহ কাউকে সন্দেহভাজন মনে হলে তল্লাশি করা হবে। এর মাধ্যমে সবাইকে সতর্ক করা হবে। নগরের হোটেল ও ছাত্রাবাসগুলোতেও বিশেষ অভিযান চালোনো হবে।নির্বিঘ্নে জন্মাষ্টমী উৎসব পালন করতে সব ধরনের ব্যবস্থাই করা হবে বলে জানান পুলিশের ঊর্ধ্বতন এ কর্মকর্তা।
Leave a Reply